আজ মাত্র ২ ঘন্টা বাজি ফাটানো যাবে, নোটিস জারি করলো রাজ্য

0
131

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ 

শুধুমাত্র পরিবেশ বান্ধব বাজি ফাটানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সেইমতো আরও একবার পরিবেশ বান্ধব বাজি ফাটানোর নোটিস জারি করেছে রাজ্য। ওই নোটিসে বলা হয়েছে, নতুন বছর পর্যন্ত কেবলমাত্র পরিবেশবান্ধব আতসবাজিই বিক্রি করা হবে। রাত ৮ টা থেকে ১০টা পর্যন্ত এই দু’ঘন্টা বাজি ফাটানো যাবে।

fire crackers allowed for two hours
ছবিঃ সংগৃহীত

ছট পুজোতেও একই নিয়ম বহাল থাকবে। কালীপুজো, ছটপুজোর পাশাপাশি ক্রিসমাস ও বর্ষশেষের অনুষ্ঠানে কোন সময়ে কতক্ষণ বাজি ফাটানো যাবে, তা নির্ধারণ করে নির্দেশিকা প্রকাশ করলো রাজ্য সরকার। ওই নির্দেশিকায় বলা হয়েছে, ক্রিসমাস ও বর্ষশেষের রাতে ১১ টা ৫৫ মিনিট থেকে ১২ টা ৩০ মিনিট পর্যন্ত পরিবেশবান্ধব আতসবাজি ফাটানো যাবে।

আরও পড়ুনঃ শ্যামাপূজা উপলক্ষ্যে উদ্যোগী সংঘের প্রচেষ্টায় রক্তদান শিবির

এবছর শুধুমাত্র যাঁদের লাইসেন্স রয়েছে, সেই সকল ব্যবসায়ীরাই বাজি বিক্রি করতে পারবেন। এ বিষয়ে সরকারকে জনসচেতনামূলক প্রচার করার নির্দেশ শীর্ষ আদালতের। পরিবেশ দূষণ ও করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে আতসবাজি বিক্রি ও ব্যবহার সম্পূর্ণ বন্ধ করার আর্জি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছিল। কিন্তু বাজির ব্যবহার সম্পূর্ণ বন্ধ না করে যাতে নিরাপদ ও কম শব্দ উত্‍পন্ন করে সেই ধরনের বাজি বিক্রি ও ব্যবহার করা হয়, তার অনুমতি দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here