নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
চলন্ত গাড়িতে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়ালো গোটা এলাকায়, স্থানীয় সূত্রে জানা যায় পূর্ব মেদিনীপুর জেলার এগরার সুপার স্পেশালিটি হসপিটাল রোডে একটি চলন্ত মারুতি গাড়িতে হঠাৎ আগুন লেগে যায় ৷ ওই ঘটনার পরিপ্রেক্ষিতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গোটা এলাকাজুড়ে ৷
জানা যায় মারুতি গাড়িটি পটাশপুর থেকে এগরার দিকে যাচ্ছিল, এগরা সুপার স্পেশালিটি হাসপাতালের কাছেই রাস্তার ওপর আচমকাই ধোঁয়া বের হতে থাকলে, চালক গাড়িটিকে তৎক্ষণাৎ থামিয়ে তড়িঘড়ি যাত্রীদের নামিয়ে গাড়ি থেকে নেমে যায় ৷ তাঁর কিছু সময়ের মধ্যেই আগুন লেগে জ্বলতে থাকে গাড়িটি, যাঁর ফলে বেশকিছু ক্ষণ ওই রাস্তায় যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে।
রাস্তার দুপাশে মানুষজন কৌতূহল বশত ভিড় জমায় কিন্তু তাঁর কিছুসময় পরেই গাড়িটির বিকট শব্দে বিস্ফোরণ ঘটে বলে জানা যায়। এমন ঘটনা ঘটতেই শোরগোল পড়ে হাসপাতাল লাগোয়া এলাকায়। কি কারণে এমন ঘটনা ঘটল তা প্রত্যেকেরই অজানা, তবে অনুমান করা হচ্ছে গাড়িটি পেট্রোলের পরিবর্তে গ্যাস দ্বারা চালিত, সে ক্ষেত্রে গাড়িটির ভেতরের গ্যাস সিলিন্ডার লিক হয়ে গ্যাস বের হওয়ার সাথে সাথে আগুন ধরে যায় ৷
আরও পড়ুনঃ ১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগ পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে
পরে বিস্ফোরণ ঘটে। তবে বেআইনি ভাবে বিনা পারমিটে এমন গ্যাসগাড়ি অনেকেই ব্যবহার করে৷ প্রশাসন যেন তাঁর যথাযথ ব্যবস্থা নেয়, এমনটাই দাবি এলাকার মানুষজনের। তবে এঘটনায় এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584