শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
আচমকাই বিধ্বংসী আগুন লাগল ডালহৌসি পাড়ার বহুতলে। শনিবার রাত আড়াইটে নাগাদ ৫৩, নেতাজি সুভাষ রোডের চারতলা বাড়ির একতলায় আগুন লাগে। স্থানীয় ফুটপাথের বাসিন্দারাই প্রথমে আগুনের লেলিহান শিখা দেখে দমকলে খবর দেন।
এদিকে দমকল ঘটনাস্থলে আসার অাগেই এলাকার বাসিন্দারাই প্রাথমিকভাবে দরজা ভেঙে আগুন নেভানোর জন্য জল দিতে থাকেন। মিটার বক্স ফাটার শব্দে আতঙ্ক ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হেয়ার স্ট্রিট থানার পুলিশ এবং দমকলের তিনটি ইঞ্জিন।
আরও পড়ুনঃ পাঠানচক এনকাউন্টার: খতম ৩ জঙ্গি, নিহত ১ এএসআই
ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ৭০ বছরের পুরোনো ওই বাড়িতে প্রায় ৪০ টি অফিস ও দোকান ছিল। তার মধ্যে বেশকিছু অফিস সম্পূর্ণ এবং আরও কিছু অফিস আংশিক ভস্মীভূত হয়েছে। ওই বাড়িতে একজন কেয়ারটেকার ছিলেন। তাকে সময়মতো উদ্ধার করা সম্ভব হয়। ওই বাড়ির অগ্নিনির্বাপণ ব্যবস্থা ঠিকঠাক ছিল কি না, তা খতিয়ে দেখছে দমকল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584