আনাজ মান্ডিতে কারখানার আগুনে নিহত ৪৩, আহত ৫৬

0
56

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

আজ সকালে দিল্লির আনাজ মান্ডি এলাকায় আগুন লেগে ৪৩ জন নিহত হয়েছে। দমকল কর্মীরা বেশির ভাগ আহতদের বাঁচানোর সুযোগ পেয়েছেন, কিন্তু তাদের মধ্যে বেশির ভাগের অবস্থাই আশঙ্কাজনক। দিল্লি পুলিশের সূত্র অনুযায়ী, সর্বশেষ গণনা বলছে ৫৬ জনেরও বেশি সংখ্যক মানুষ আহত। এলাকায় উদ্ধারকার্যের জন্য ৩০ টিরও বেশি ফায়ার টেন্ডার উপস্থিত ছিল।

fire in Anaj Mandi in Delhi | newsfront.co
আনাজ মান্ডিতে উদ্ধারকার্যে উপস্থিত দমকল বাহিনী। চিত্র সৌজন্যঃ ইন্ডিয়া টুডে

একটি জাতীয় গণমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে দমকল বিভাগের আধিকারিকরা জানিয়েছেন, সকালের আসা ফোনে স্পষ্ট জানানো হয়নি যে আগুন লাগা বিল্ডিং এ লোকজনও আটকে পড়েছেন, নাহলে তাদের আসতে এত দেরি হতো না।

পিটিআই সূত্রে জানা গিয়েছে, চতুর্থতল বিশিষ্ট বিল্ডিংটির দ্বিতলে আগুন লেগে ক্রমশ ছড়িয়ে পড়ে। উদ্ধারকার্যে ১৫০ জন দমকল আধিকারিক উপস্থিত ছিলেন। সর্বসাকুল্যে তারা ৬৩ জনকে বাঁচাতে পেরেছেন।

আরও পড়ুনঃ খোয়ারডাঙ্গা হাসপাতাল প্রাঙ্গনে মিনি মেলার আয়োজন

অন্যদিকে এলএনজিপি হাসপাতালের কর্তৃপক্ষরা জানিয়েছেন, হাসপাতালে আহতদের আনার পর, তাদের মধ্যে অনেকেই প্রাণ হারিয়েছে। উদ্ধার করা জখমদের সেখান থেকে আরএমএল হাসপাতাল, লেডি হারডিঞ্জ হাসপাতাল এবং হিন্দু রাও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

ওই গণমাধ্যম থেকে আরও জানা গেছে, অগ্নিসংযোগের ঘটনাস্থলে স্বজন ও স্থানীয়রা ছুটে আসেন বিশৃঙ্খলার কারণে। হতাহতের স্বজনরা তাদের পরিবারের সদস্যদের বিভিন্ন হাসপাতালে সনাক্ত করার চেষ্টা করেছিলেন।

কারখানায় আগুন লাগার ব্যাপারে ওই গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এক প্রবীণ ব্যক্তি, যার তিন ভাগ্নে কারখানায় কর্মরত ছিলেন জানান, “ইউনিটে কমপক্ষে ১২-১৫ মেশিন বসানো হয়েছিল। কারখানার মালিক সম্পর্কে আমার কোনও ধারণা নেই। আমার ভাগ্নে মোহাম্মদ ইমরান ও ইকরামউদ্দিন কারখানার ভিতরে ছিলেন। আমি তাদের হদিস জানি না।”

আরও পড়ুনঃ পরিস্থিতি বদলায়নি বুলবুল ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর, প্রশাসনিক সাহায্য নিয়ে ধন্দে বাসিন্দারা

সূত্রের খবর অনুযায়ী, বিল্ডিংটির বিভিন্ন সেক্টরে বিভিন্ন কারখানায় কর্মরত শ্রমিক ছিল। পুলিশ ইতিমধ্যে বিল্ডিং এর মালিকের সন্ধান শুরু করেছে। কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরি, মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, বিজেপি নেতা মনোজ তিওয়ারি এবং অনুরাগ ঠাকুর ঘটনাস্থলে পৌঁছেছেন।

মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আগুনে নিহত পরিবারের জন্য ১০ লক্ষ টাকা এবং আহতদের ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ হিসাবে দেওয়ার ঘোষণা করেছেন।

দিল্লি ফায়ার সার্ভিসের মুখ্য ফায়ার অফিসার অতুল গর্গ বলেছেন, “এখন অবধি আমরা ৫০ জনেরও বেশি লোককে উদ্ধার করেছি, তাদের বেশিরভাগই ধোঁয়ার কারণেই ক্ষতিগ্রস্ত হয়েছিল।

আরও পড়ুনঃ ২১৫ কেজি গাঁজা-সহ গ্রেফতার দুই মাদক পাচারকারী

এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমি এর জন্য ম্যাজিস্টেরিয়াল তদন্তের নির্দেশ দিয়েছি। আজ যারা মারা গেছেন তাদের পরিবারের প্রত্যেককে ১০ লক্ষ টাকা এবং আহতদের প্রত্যেককে এক লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদান করা হবে। আহতদের চিকিৎসার ভার বহন করবে সরকার।”

এ দিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করে জানিয়েছেন, রানী ঝাঁসি রোডে দিল্লির আনাজ মান্ডিতে আগুন লাগার ঘটনা অত্যন্ত ভয়াবহ। যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন তাঁদের নিয়েই আমার দুশ্চিন্তা। আহতদের দ্রুত পুনরুদ্ধারের কামনা করছি। কর্তৃপক্ষ ঘটনাস্থলে সর্বাত্মক সহায়তা দিচ্ছে।

অন্যদিকে, কংগ্রেস নেতা সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীও এই দুর্ঘটনায় প্রাণহানির বিষয়ে শোক প্রকাশ করেছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here