নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
রাজ্য প্রশাসন থেকে জমিতে নাড়া পোড়ানো নিয়ে বহুবার একাধিক কর্মসূচির মধ্য দিয়ে চাষিদের সচেতন করলেও জেলায় একাধিক জায়গায় অসচেতনতার ছবি উঠে এসেছিল আমাদের ক্যামেরায় ৷
পরিবেশ দূষণ সহ জমির উর্বরতা হ্রাস পায় এই নাড়া পোড়ানোর ফলে ৷ এবার জমিতে নাড়া পোড়াতে গিয়ে পুড়ল জমির ধান ৷ ব্যাপক ক্ষতি হল ধান চাষির। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের মাড়গোকুলপুর এলাকায়।
প্রশাসনের সমস্ত নিষেধাজ্ঞা উড়িয়েই রবিবার রাতে জমিতে নাড়া পোড়াচ্ছিল বেশ কয়েকজন চাষি। নাড়া পোড়ানোর সময়ই ঘটে চরম বিপত্তি। হঠাৎই আগুন লেগে যায় মাঠে কেটে রাখা পাকা ধানে। মূহুর্তে পুড়ে ছাই কয়েক হাজার টাকার ধান। তড়িঘড়ি গ্রামবাসীরা ছুটে এসে কোনোভাবে নিয়ন্ত্রণে আনে আগুন।
আরও পড়ুনঃ শাহের প্রস্তাব খারিজ, যন্তরমন্তরেই বিক্ষোভ দেখাতে মরিয়া কৃষকরা
ক্ষতিগ্রস্ত চাষি তপনপাত্রের অভিযোগ, জমিতে আগুন ধরানোর বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে তাদেরকে উল্টে গালিগালাজ করে অভিযুক্তরা। প্রসঙ্গত, একাধিকবার জমিতে নাড়া না পোড়ানোর আবেদন জানানো হয়েছে প্রশাসনের তরফে।
আরও পড়ুনঃ রাজধানী ঘেরাও করার ডাক কৃষকদের
সচেতনতা বাড়াতে গ্রামে একাধিক সময় চাষিদের সাথে কথা বলেছে কৃষি দফতরের আধিকারিকরাও। তবে এরপরও যে হুঁশ ফেরেনি তার প্রমাণ মিলল রবিবার রাতের ঘটনা থেকেই।
ইতিমধ্যেই অভিযোগ নিয়ে থানার দ্বারস্থ হয়েছে ক্ষতিগ্রস্ত চাষি। কত দিনে হুঁশ ফেরে চাষিদের, সেটাই এখন দেখার বিষয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584