শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
বাগরি মার্কেটের পর বহুদিন বাদে বেশ বড়সড় আগুন লাগল শহর কলকাতায়। সোমবার দুপুর ১ টা নাগাদ
চিৎপুরের নয়াপট্টিতে প্লাস্টিক কারখানায় দেখা যায় আগুনের লেলিহান শিখা ও কালো ধোঁয়া।
ধাপে ধাপে ঘটনাস্থলে আসে দমকলের ১৮টি ইঞ্জিন। তবে দমকল এখনও আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে।সোমবার দুপুর ১টা নাগাদ স্থানীয় বাসিন্দারা ওই প্লাস্টিক কারখানায় আগুনের ফুলকি দেখতে পান।
প্লাস্টিক দাহ্য পদার্থ হওয়ায় কিছুক্ষণের মধ্যেই আগুন বিধ্বংসী চেহারা নিতে শুরু করে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে প্রথমে পৌঁছায় দমকলের ৮টি ইঞ্জিন। তারপর যায় আরও ১০ টি ইঞ্জিন।
আরও পড়ুনঃ রোগীর পরিবারকে হেনস্থার অভিযোগে বেহালার বেসরকারি হাসপাতালে ভাঙচুর, লাঠিচার্জ পুলিশের
চিৎপুরের ওই এলাকায় পাশাপাশি অনেকগুলি কারখানা রয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। কারখানায় অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। কি থেকে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584