মনিরুল হক, কোচবিহারঃ
নেতাজীর জন্মবার্ষিকী পালনের সময় সায়ন্তন বসুর মঞ্চে আগুন লাগার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল গোটা এলাকা। ঘটনাটি ঘটেছে, কোচবিহারের দিনহাটার সিতাই এলাকার বড়ডাঙা স্কুলের মাঠে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২৫ তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে স্থানীয় বিজেপি নেতৃত্বরা মিলে এক কর্মসূচির আয়োজন করেন। এই আয়োজনে এক মঞ্চও তৈরি করা হয়। এদিনের অনুষ্ঠানের উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু।
কিন্তু গতকাল রাতে ওই অনুষ্ঠান মঞ্চে আগুনের ফুলকি দেখতে পান স্থানীয়রা। এরপর কিছু সময়ের মধ্যেই পুড়ে যায় গোটা মঞ্চ। ঘটনার খবর পেয়ে বিজেপি কর্মী সমর্থকরা ঘটনাস্থলে ছুটে আসে।স্থানীয় বিজেপি নেতা তপন বর্মন বলেন, ‘তৃণমূল আশ্রীত দুষ্কৃতীরা মঞ্চ পুড়িয়ে দিয়েছে। হিংসা থেকেই এই কাজ। ওরা এলাকায় এভাবেই আতঙ্কের পরিবেশ তৈরি করতে চাইছে।’
আরও পড়ুনঃ তৃণমূল কার্যালয়ে ভাঙচুর, কর্মীদের মারধরের ঘটনায় উত্তেজনা মকরামপুরে
উল্লেখ্য, এই ঘটনায় বিজেপির তরফ থেকে অনুষ্ঠান মঞ্চে আগুন লাগানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। কিন্তু স্থানীয় তৃণমূল নেতৃত্বরা সেই অভিযোগ অস্বীকার করেছেন এবং এই ঘটনাকে বিজেপির গোষ্ঠী কোন্দলের জের বলে জানিয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584