নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
জোড়াই সংলগ্ন উত্তর রামপুর এলাকার রায়ডাক ব্রীজ উপর কামরূপ এক্সপ্রেসের ইঞ্জিনে আচমকা আগুন লেগে যায় আনুমানিক সকাল দশটা নাগাদ। দুই নম্বর রায়ডাক ব্রিজের পার করার সময় ট্রেনের চালক আগুন দেখতে পান তড়িঘড়ি তখনই ট্রেনটি ব্রিজের মধ্যে থামিয়ে দেওয়া হয়।
ইঞ্জিনে থাকা গ্যাস ডিস্টিঙ্গুইস দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালায় । পরে পার্শ্ববর্তী লাইন দিয়ে যাওয়া একটি ট্রেন দাঁড় করিয়ে অন্য গ্যাস ডিস্টিঙ্গুইস নিয়ে স্থানীয় দুই যুবক জীবনের ঝুকি নিয়ে আগুন নেভানোর কাজে হাত লাগায় । সেই সঙ্গে কামরায় থাকা ভীত সন্ত্রস্ত মহিলা ও বাচ্চা দের সাহস যোগায়. ফলে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল যাত্রীরা।
খবর পেয়ে বারবিশা ও তুফানগঞ্জ থেকে দমকলের দুটি ইঞ্জিন ছুটে আসে ঘটনাস্থলে। কিন্ত এমন জায়গায় দুর্ঘটনাটি ঘটেছে যে দমকলের কর্মীদের কিছুই করার ছিল না। কামরূপ এক্সপ্রেসটি হাওড়া থেকে গৌহাটি যাচ্ছিল।
আলিপুরদুয়ার জংশন থেকে ৩০ কিলোমিটার দূরত্বে একই জায়গায় বারবার এই ঘটনা ঘটায় স্বাভাবিক কারণেই রেল কর্তৃপক্ষের উদাসীনতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584