সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ
দক্ষিণ ২৪ পরগনার অন্যতম বৃহত্তম বাজার বারুইপুর কাছারি বাজারে সোমবার গভীর রাতে আগুন লাগে। এলাকার মানুষ ওই বাজারের কাপড় পট্টি থেকে প্রথমে ধোঁয়া ও আগুন দেখতে পায় ৷ মূহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো বাজার জুড়ে ছড়িয়ে পড়ে। সাথে সাথে খবর দেওয়া হয় দমকল দফতরে ৷
কিন্তু দমকল আসতে দেরি করায় ক্রমশই আগুন ছড়িয়ে পড়তে থাকে । প্রায় ১ ঘণ্টা পরে প্রথমে বারুইপুর থেকে ঘটনাস্থলে আসে দমকলের ২টি ইঞ্জিন ৷
এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের আরো ৬ টি ইঞ্জিন।এলাকার মানুষের সহযোগিতায় দমকল কর্মীরা আগুন নেভানোর কাজে নামলেও জল সংকটে তাদের কাজ ব্যাহত হয়।
বাজার এলাকা ঘন জনবসতিপূর্ণ হওয়ায় এবং সেখানে কোন শ্যালো পাম্প এর ব্যবস্থা না থাকায় জলের জন্য দমকল কর্মীরা দুশ্চিন্তায় পড়ে যান । অবশেষে বারুইপুর থানার শ্যালো পাম্প থেকে জল তুলে আগুন নেভাতে থাকে তারা।
স্থানীয় কাউন্সিলর গৌতম দাসের তৎপরতায় কলকাতা থেকে জল নিয়ে আরও ১টি ইঞ্জিন আসে ,তবে আগুনের তীব্রতা ক্রমশ বাড়তে থাকায় তা নিয়ন্ত্রণে আনতে অনেকটা সময় চলে যায়। স্থানীয় সূত্রে জানা যায় রাত ২টো নাগাদ আগুন দেখতে পায় এলাকার মানুষ। সাথে সাথে এলাকার মানুষ আগুন নেভানোর চেষ্টা করলেও চোখের সামনে একশটি র ও বেশি দোকান পুরো ভষ্মীভূত হয়ে যায়।
প্রাথমিক তদন্তে দমকলকর্মীদের অনুমান ,ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে। তবে এই ঘটনায় কাছারি বাজারে কয়েক কোটি টাকার সম্পত্তি ভষ্মীভূত হয়েগেছে বলে জানায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
আরও পড়ুনঃ রায়গঞ্জে সহকর্মীর গুলিতে দুই বিএসএফ জওয়ানের মৃত্যু
রাত ২টো থেকে সকাল ৫টা পর্যন্ত দমকলের ৮ টি ইঞ্জিন ক্রমাগত কাজ করলেও যখন নিয়ন্ত্রণে আনা যায়নি আগুনকে ,তখন কলকাতা থেকে আরও ৩টি অর্থাৎ মোট ১১ টি ইঞ্জিন আসে আগুন নিয়ন্ত্রণ করতে । অবশেষে সকাল সাতটা নাগাদ আগুনকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় ৷
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584