শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
পূর্ব কলকাতায় যান চলাচলে গতি আনতে এবার এক নয়া উড়ালপুর গড়ে তোলার কথা জানালেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এ কথা জানান তিনি। এর ফলে খুব দ্রুত মানুষ চলে আসতে পারবেন নিউটাউন থেকে বাইপাসে।
ফিরহাদ হাকিম জানান, চিংড়িঘাটা থেকে সেক্টর-৫ হয়ে নিউটাউন পর্যন্ত এই নতুন উড়ালপুল নির্মিত হবে। এই উড়ালপুল চালু হলে তারপরই চিংড়িঘাটার বর্তমান সেতু ভাঙা হবে।নতুন উড়ালপুল নির্মাণের জন্য আগামী ১০দিনের মধ্যে ডিপিআর তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে যাতে চলতি মাসেই টেন্ডার করা যায়।
আরও পড়ুনঃ নিউ গড়িয়া-এয়ারপোর্ট মেট্রো প্রকল্পে ৫২৭ কোটি টাকা বরাদ্দ কেন্দ্রের
তবে এবারে বিশেষ ভাবে লক্ষ্য রাখা হবে যাতে নির্মাণকারী সংস্থা যেন নিম্নমানের সামগ্রী দিয়ে ওই উড়ালপুল নির্মাণ করতে না পারে। প্রসঙ্গত, বাঘাযতীন এবং বিজন সেতু নির্মাণে ত্রুটি থাকায় শনিবারই দুই নির্মাণকারী সংস্থা কে কালো তালিকাভুক্ত করেছিল পুর ও নগরোন্নয়ন নিগম।
কেএমডিএ সূত্রে আরও জানা গিয়েছে, চিংড়িঘাটা থেকে সেক্টর ফাইভ হয়ে নিউটাউন পর্যন্ত যে উড়ালপুল তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটি হবে ৪ টি লেনের।
আরও পড়ুনঃ বকেয়া রাজস্ব আদায় করতে এবার ১০০ শতাংশ সুদ মুকুবের ভাবনা পুরসভার
সেই সঙ্গে নিক্কো পার্ক ও টেকনোপলিসের কাছে দুটি র্যা ম্প নামানো হবে, যাতে সেই জায়গা দিয়ে গাড়ি ওই এলাকায় নামতে পারে এবং ওই এলাকা থেকে উড়ালপুলে উঠে আসতে পারে। চলতি বছরের পুজোর পরেই এই উড়ালপুল নির্মাণের কাজে হাত দেওয়া হবে। ৩ বছরের মধ্যে কাজ শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584