দিলীপের জবাবে বিস্ফোরক ফিরহাদ

0
111

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

দিলীপ ঘোষের বিতর্কিত মন্তব্য তাঁর ভাষাতেই জবাব দিলেন পুরমন্ত্রী তথা প্রশাসক ফিরহাদ হাকিম। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছিলেন, ‘যারা ক্ষমা করে তারা কাপুরুষ।

হিংসা ছাড়া কখনও কোনও সমস্যার সমাধান হয়নি।’ এরপরেই জবাবি মন্তব্যে বোমা ফাটালেন পুরমন্ত্রী তথা পুর প্রশাসক ফিরহাদ হাকিম।

firhad hakim | newsfront.co
ফাইল চিত্র

রবিবার চেতলায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘বিজেপি ও সন্ত্রাসবাদী দলের মধ্যে কোনও পার্থক্য নেই।তালিবানদের মত শিক্ষা পেয়েছে বিজেপি।’ ফলে, শাসক-বিরোধী বাগযুদ্ধে ফের উত্তপ্ত হয়ে উঠল বাংলার রাজনৈতিক মহল।

আরও পড়ুনঃ পুলিশ অফিসারদের দেখে নেওয়ার হুমকি দিলীপ ঘোষের

প্রসঙ্গত, এর আগেও বহুবার কড়া মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন রাজ্য বিজেপি সভাপতি। ঠিক তেমনই চিন ভারতের সংঘর্ষ প্রসঙ্গে চিনকে যোগ্য জবাব দিতে হবে তা জানিয়ে সেই পথ একমাত্র হিংসার মাধ্যমেই আসতে পারে বলেই এদিন মন্তব্য করেন বিজেপি রাজ্য সভাপতি। বলেন , ‘আজ যদি চিনকে হিন্দি-চিনি ভাই-ভাই বলি, তাহলে দেশের আরও কিছুটা ওরা নিয়ে নেবে। যে যে ভাষায় কথা বোঝে, তাকে সে ভাষায় জবাব দেওয়া উচিত। হিংসা ছাড়া পৃথিবীতে কোনওদিন কোনও সমাধান হয়নি।’

পুরো বিষয়টিতে বিজেপিকে জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মহম্মদের সঙ্গে তুলনা করেছেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।

তার এই মন্তব্যকে কার্যত লুফে নিয়ে তীব্র সমালোচনা করে পাল্টা ফিরহাদ জানান, ‘বাংলার পরিবেশের ক্ষেত্রে এই দলটা অত্যন্ত ক্ষতিকর। হিংসার বাংলা বদলার বাংলা, খুনের বাংলা আমরা কেউ চাই না। আমরা শান্তির বাংলা চাই।

আমরা যদি হিংসার বদলে শান্তি চেয়ে কাপুরুষ হই, তাহলে আমরা কাপুরুষই ঠিক আছি। মহাপুরুষরাও যদি শান্তি চেয়ে কাপুরুষ হন হলে আমি মহাপুরুষদের পথেই যেতে চাই। যারা গুজরাটে হিংসা ছড়িয়েছে, তাদের বাংলায় কোনও স্থান নেই।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here