শরীয়তুল্লাহ সোহন, ওয়েব ডেস্কঃ
ফিরহাদ হাকিম তৃণমূল কংগ্রেসের প্রথম সারির একজন অন্যতম হেভিওয়েট নেতা। কলকাতার বিদায়ী মেয়র এবং বর্তমান পরিবহন মন্ত্রী। সব মিলিয়ে কলকাতা পুরভোটে ফিরহাদ হাকিম (ববি) -এর জয়টা ছিল সময়ের অপেক্ষা। তবে সবাই আশায় ছিলেন তিনি কত ভোটের মার্জিনে নিকটতম প্রতিদ্বন্দ্বীকে হারাবেন সেটা দেখার জন্য। অবশেষে তিনি ৮২ নম্বর ওয়ার্ডে ১৪,০০০ ভোটের ব্যবধানে বিশাল জয়লাভ করলেন। পাশাপাশি তাঁর তত্ত্বাবধানে থাকা বন্দর এলাকায় সাতটি আসনে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা।
জয়ের পর দারুণভাবে উচ্ছ্বসিত কলকাতার বিদায়ী মেয়র ফিরহাদ হাকিম। জয়ের পর জয়োল্লাসে মেতে উঠলেন তিনি, তাঁর নাতনি আয়াতের সাথে। নাতনি আয়াতকে কাঁধে চাপিয়ে কোমর দুলিয়ে নাঁচলেন তিনি। বড় মেয়ে প্রিয়দর্শিনীর মেয়ে আয়াত ফিরহাদ হাকিমের দারুণ প্রিয় সঙ্গী। মেজ মেয়ে সাবা হাকিম টুইটারে সেই ভিডিও পোস্ট করেন। পোস্টের ক্যাপশনে লিখেছেন তিনি, “প্রিয় মানুষটির মানুষটির সঙ্গে জয় উপভোগ করছেন ফিরহাদ হাকিম।” কাঁধে চেপে সেই মুহূর্তটাকে দারুণ ভাবে উপভোগ করছিলেন ছোট্ট আয়াত। তাঁর চিৎকারে সেটাই প্রমাণ করছে।
Just @FirhadHakim dancing with his favourite person to celebrate today’s victory. pic.twitter.com/Hr0Daes0vT
— Shabba Hakim (@ShabbaHakim) December 21, 2021
আরও পড়ুনঃ ‘চোখের আলো’ প্রকল্পে বিনামূল্যে চশমা বিতরণ করল কান্দি পৌরসভা
বিশেষ ভাবে উল্লেখ্য, কলকাতা পুরভোটে ১৪৪ টি ওয়ার্ডের মধ্যে ৭২ শতাংশ ভোট পেয়ে রেকর্ড সংখ্যক ১৩৪ টি আসনে জয়লাভ করেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। অন্যদিকে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি ৩ টি ওয়ার্ডে জয়লাভ করেছেন। এছাড়াও কংগ্রেস ও বামফ্রন্ট পেয়েছে ২ টি করে আসন এবং অন্যান্যরা পেয়েছে ৩ টি আসন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584