শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
শুরু হয়ে গেল কলকাতায় করোনার ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল’। আগে থেকেই ঠিক ছিল কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম পাবেন এই শহরে প্রথম ভ্যাকসিন।
সেইমতো বুধবার বিকেল চারটে নাগাদ নাইসেডে এসে প্রথমে কিছুক্ষণ ডাক্তারদের সাথে আলোচনা করেন। তারপরেই তার শরীরে ভ্যাকসিন প্রয়োগ করা হয়। উল্লেখ্য, রাজ্যে এই তৃতীয় ট্রায়ালের দ্বিতীয় টিকা নিচ্ছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। প্রথম টিকা নিয়েছেন বিপ্লব যশ নামে অন্য এক ব্যক্তি।
ভ্যাকসিন নিতে ইচ্ছা প্রকাশ করায় পুরমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয় নাইসেডের তরফে। এ প্রসঙ্গে ফিরহাদ হাকিম পাল্টা নাইসেডের অধিকর্তাদের ধন্যবাদ জানান। বলেন, “একটা ভ্যাকসিন নিলে যদি মানুষের উপকারে লাগে তাহলে সেটাই বড় কথা”। দেশের যে ২৮টি সংস্থা ভ্যাকসিনের ট্রায়ালের দায়িত্ব পেয়েছে, তার মধ্যে অন্যতম নাইসেড।
আরও পড়ুনঃ প্রধানমন্ত্রীকে বিশেষ আর্থিক প্যাকেজের জন্য আবেদন জানিয়ে চিঠি অধীরের
এদিন ফিরহাদ হাকিমকে বেলেঘাটা নাইসেডে ভ্যাকসিন দেওয়ার পর মোটামুটি দেড়ঘন্টা পর্যবেক্ষণে রাখা হয়। সেখানে মন্ত্রীর শারীরিক অবস্থা বুঝে তারপর তাকে ছুটি দেওয়া হবে বলে জানা গিয়েছে। কিন্তু যদি ভ্যাকসিন নেওয়ার পর তার শারীরিক কোনো সমস্যা দেখা যায়, সে ক্ষেত্রে বেলেঘাটা আইডি তে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে একটি বেড বরাদ্দ রাখা হয়েছে।
আরও পড়ুনঃ ফাইজার ভ্যাকসিনকে অনুমোদন দিল ব্রিটেন
সেখানে তৎক্ষণাৎ মন্ত্রীকে ভর্তি করিয়ে চিকিৎসা শুরু করা হবে। ইতিমধ্যেই ফিরহাদ হাকিমের শারীরিক সমস্ত পরীক্ষার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। চিকিৎসকদের তরফে জানানো হয়েছে, ফিরহাদের কোনও কো-মর্বিডিটি নেই। কেবল সামান্য পেটের সমস্যা আছে। তবে তার সঙ্গে শলা-পরামর্শ করেই তাকে দ্বিতীয় টিকা দেওয়া হয়েছে। ভ্যাকসিনের সাফল্য নিয়ে আশাবাদী চিকিৎসকরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584