ছট পুজোর জন্য শহর জুড়ে প্রস্তুত কৃত্রিম জলাশয়, পরিদর্শন করলেন ফিরহাদ হাকিম

0
63

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

firhad hakim | newsfront.co
কৃত্রিম জলাশয় পরিদর্শন করছেন ফিরহাদ হাকিম। নিজস্ব চিত্র

চলতি বছরে রবীন্দ্র সরোবরে ছট পুজাে নিষিদ্ধ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। তাই পরিবর্তিত পরিস্থিতিতে শহর জুড়ে কৃত্রিম জলাশয় প্রস্তুত করতে নেমেছে পুরসভা। দূর্গা পুজাের দশমীর দিন কৃত্রিম জলাশয়ের মাধ্যমে প্রতিমা বিসর্জন হয়েছিল ত্রিধারা সম্মিলনীর পুজোতে। এবার ছটপুজোর জন্য তৈরি কৃত্রিম জলাশয় দেখতে বুধবার প্রিন্স আনোয়ার শাহ রোডে গেলেন কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম।

আরও পড়ুনঃ শিলিগুড়িতে কোটি টাকার সোনার বিস্কুট সহ গ্রেফতার ২

এই কৃত্রিম জলাশয় পরিদর্শনের পর তিনি সাংবাদিকদের সামনে এসে বলেন, ” হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, এ বছর রবীন্দ্র সরোবরে ছটপুজো বন্ধ থাকছে। তাই পুণ্যার্থীদের জন্য তাদের বাড়ির কাছাকাছি এই কৃত্রিম জলাশয় তৈরি করা হচ্ছে। চার-পাঁচটি ওয়ার্ডের মানুষ যাতে তাদের বাড়ির কাছাকাছি ছট পুজাে করতে পারেন, তার ব্যবস্থা রাখা হচ্ছে।”

artifical pond  | newsfront.co
কৃত্রিম জলাশয়। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ বিডেনের সাথে ফোনালাপ, জয়ের জন্য অভিনন্দন মোদীর

এ বছর মোট ৪৪টি ঘাট করা হয়েছে। তার মধ্যে ১৬টি কৃত্রিম জলাশয় রয়েছে বলে জানিয়েছেন ফিরহাদ হাকিম। এ ছাড়া কলকাতা পুরসভার পক্ষ থেকে নির্বিঘ্নে ছট উদযাপনের যাবতীয় বন্দোবস্ত করে দেওয়া হচ্ছে। যেমন, যেখানে কৃত্রিম জলাশয় থাকছে তার পাশে বায়ো-টয়লেট, পোশাক পরিবর্তনের ঘর এবং পর্যাপ্ত পরিমাণে আলোর ব্যবস্থাও করা হচ্ছে।

মন্ত্রী জানান, যারা ছট পুজো করবেন, তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় ,সে বিষয়গুলি মাথায় রেখেই এই কৃত্রিম জলাশয়ের ব্যবস্থা করা হয়েছে। পরবর্তী সময়ে কৃত্রিম জলাশয়গুলোকে স্থায়ী ভাবে রাখা যায় কি না, তা নিয়েও পরবর্তীকালে ভাবনাচিন্তা করা হবে বলে এ দিন মন্তব্য করেছেন ফিরহাদ হাকিম। তিনি আশা প্রকাশ করেছেন যেভাবে ব্যবস্থা করা হয়েছে তাতে ছটপুজাে পুণ্যার্থীদের আর কোনো অসুবিধা হবে না।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here