“এসব উত্তরপ্রদেশে হয়, পুলিশের পোশাক পেল কি করে?” আমতার ছাত্রনেতার মৃত্যুতে বললেন ববি হাকিম

0
82

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

আমতার ছাত্রনেতা আনিশ খানের মৃত্যুর ঘটনায় অবশেষে রাজ্য সরকারের তরফে প্রথম মন্তব্য করলেন কলকাতার মহানাগরিক তথা রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি এই ঘটনাকে উত্তরপ্রদেশের সাথে তুলনা করে বলেছেন,এটা কলকাতার ট্রেন্ড নয়, এসব উত্তরপ্রদেশে হয়।

Firhad Hakim
ফিরহাদ হাকিম

এক প্রশ্নের উত্তরে ববি হাকিম বলেন, ‘‘নৃশংস ঘটনা। কে করেছে, কি উদ্দেশ্যে করেছে, তা তদন্ত করে দেখতে হবে। পুলিশ তদন্ত করছে। অভিযুক্তরা কি করে পুলিশের পোশাক পেল।“ মেয়রের এই মন্তব্যে ছাত্র মহলে প্রশ্ন উঠেছে পুলিশের পোশাক অপরাধীরা কিভাবে পেল এই প্রশ্নটাই রাজ্যের দায়িত্ববান এক মন্ত্রীর কাছে বড় হল! পাশাপাশি ববি হাকিম এও বলেন যে, ভিন রাজ্য থেকে কেউ এসে খুন করেছে কিনা খতিয়ে দেখতে হবে তাও। এর পিছনে বড় কোন ষড়যন্ত্র রয়েছে বলেও আশংকা প্রকাশ করেন তিনি।

তবে আনিসের পরিবারের পক্ষ থেকে অভিযোগ যে চারজন অভিযুক্ত তার মধ্যে একজন পুলিশের ইউনিফর্ম পরে ছিলেন ও বাকি তিন জন সিভিক ভলান্টিয়ার। পুলিশের পোশাকে যিনি ছিলেন তিনি নিজেকে আমতা থানার আধিকারিক হিসেবে পরিচয় দেন এবং তাঁর কাছে আগ্নেয়াস্ত্রও ছিল, এমনটাই জানিয়েছেন আনিসের বাবা সালাম খান। যদিও আমতা থানা দাবি করেছে তারা কোন পুলিশ পাঠায়নি আনিসের বাড়িতে।

আরও পড়ুনঃ পুলিশের পরিচয়ে বাড়িতে ঢুকে ছাদ থেকে ফেলে ছাত্র হত্যা, উত্তাল আমতা

হাওড়া গ্রামীণ পুলিশের এসপি সৌম্য রায় প্রেস বিবৃতিতে জানিয়েছেন, ”আমতা ও বাগনান কোন থানা থেকেই পুলিশ পাঠানো হয়নি আনিসের বাড়িতে। ভারতীয় দন্ডবিধির ৩০২ ধারায় মামলা রুজু করেছে পুলিশ।“

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here