রাণীনগরের সভায় প্রধানমন্ত্রীকে তীব্র কটাক্ষ ফিরহাদের

0
233

নিজস্ব সংবাদদাতা,মুর্শিদাবাদঃ

Firhad insinuation to the pm
নিজস্ব চিত্র

মুর্শিদাবাদ লোকসভা ভোটের দিন যত এগিয়ে আসছে প্রচারে আরও জোর দিচ্ছে সমস্ত রাজনৈতিক দল।নিজেদের প্রার্থীকে সমর্থনের জন্য জনসভায় নিয়ে আসছে বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তাদের।ঠিক তেমনি আজ মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী আবু তাহের খান এর সমর্থনে রাণীনগরে হেলিকপ্টারে চড়ে জনসভা করে গেলেন কলকাতার মেয়র তথা রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।

Firhad insinuation to the pm
নিজস্ব চিত্র

রাণীনগরের তৃণমূলের মঞ্চ থেকে ফিরহাদ হাকিম বললেন ,”পরোক্ষ ভাবে বিজেপিকে সহযোগিতা করছে কংগ্রেস ও সিপিআইএম,বিজেপি যদি এই রাজ্যে প্রবেশ করে তবে মমতা ব্যানার্জির কোনো ক্ষতি হবে না ,হবে সাধারণ মানুষের।” তবে এদিন তাঁর কটাক্ষের সুর প্রধানত ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধেই।

Firhad insinuation to the pm
জনসভায় মন্ত্রী ফিরহাদ হাকিম। নিজস্ব চিত্র

আজ ফিরহাদ হাকিম আরো বলেন, “জি.এস.টি ,নোট বাতিল ,১৫ লাখ টাকার ঢপ দিয়ে দিনের পর দিন সাধারণ মানুষকে বোকা বানিয়েছে বিজেপি সরকার। আর তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্যই আসন্ন লোকসভায় তৃণমূলকে ভোট দেওয়া প্রয়োজন। কেননা অধীর কিংবা বাম নেতাদের মধ্যে সে শক্তি নেই যে বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়াবে।”

Firhad insinuation to the pm
নিজস্ব চিত্র

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটাক্ষ করে তিনি বলেন, “মোদী নিজেকে যতই ‘ঈমানদার চৌকিদার’ বলুক সে নিজে ঈমানদার নয় বরং ‘চোর’ কারন বিদেশ থেকে কালো টাকা আনার নামেও আরও টাকা পাঠিয়েছে নীরব মোদী,বিজয় মাল্য ইত্যাদি দের হাত দিয়ে।”

আরও পড়ুনঃ ধূলিয়ানে তৃণমূল জনসভায় মন্ত্রী ফিরহাদ হাকিম

Firhad insinuation to the pm
নিজস্ব চিত্র

এদিন রানীনগর স্কুল মাঠে আয়োজিত জনসভায় উপস্থিত ছিলেন,রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম,তৃণমূল প্রার্থী আবু তাহের খাঁন,জলঙ্গীর বিধায়ক আব্দুর রাজ্জাক,তৃণমূলের মুখপাত্র আশোক দাস,ব্লক সভাপতি শাহ আলম সরকার প্রমুখরা।এই জনসভায় কর্মী সমর্থকের ভিড় ছিল চোখে পড়ার মতো।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here