শিবশংকর চ্যাটার্জ্জী,দক্ষিন দিনাজপুরঃ
হিলি গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রের উদ্যোগে হিলি হাসপাতাল চত্ত্বরে আজ অনুষ্ঠিত হল রক্তদান শিবির।লোকসভা নির্বাচনের পরবর্তী সময়ে জেলায় রক্তসংকট মুহূর্তে এই রক্তদান শিবির নিঃসন্দেহে খুবই কার্যকর উদ্যোগ।এই শিবিরের বিশেষদিক হল হিলি ব্লকের মহিলা স্বাস্থ্যকর্মীগণ রক্তদানে বিশেষভাবে এগিয়ে আসে।
আশাকর্মীদের মধ্যে ছয়জন জীবনের প্রথমবার রক্তদান করলেন।এই শিবিরকে সাফল্য মণ্ডিত করতে উপস্থিত ছিলেন হিলি ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সঞ্জয় সুব্বা,হিলি পঞ্চায়েত সমিতির সভাপতি শুভংকর মাহাতো, হিলি গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ ডাঃ রুদ্রাংশু মজুমদার,বঙ্গরত্ন অমূল্য রতন বিশ্বাস,উজ্জীবন সোসাইটির সম্পাদক সূরজ দাশ, সহ আরো বিশিষ্ট জনেরা।মোট আঠাশ জন ব্যক্তি রক্তদান করলেন আজকের শিবিরে।
আরও পড়ুনঃ ভুমি ও ভুমি রাজস্ব দপ্তরের উদ্যোগে রক্তদান শিবির
ডক্টর কৌশিক দাশগুপ্ত , ডক্টর সমীর দেব,সূরজ দাশ, অর্পিতা চৌধুরী,অনিতা দাস, সুনীল মোহন্ত,শ্যামল ঠাকুর, স্বপন টুডু,জগন্নাথ বর্মণ সহ অনেকই রক্তদান করেন আজকের শিবিরে।হিলি গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ ডাঃ রুদ্রাংশু মজুমদার বলেন,রক্তদান মানে জীবন দান,এই মহৎ উদ্যোগ হিলি গ্রামীণ হাসপাতালের পক্ষ থেকে প্রথম নেওয়া হল। এই ব্লকের সকল স্বাস্থ্যকর্মীদের মধ্যে রক্তদান শিবির বিপুল সাড়া ফেলেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584