মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
অপেক্ষার অবসান ঘটল। অবশেষে প্রায় আড়াই মাস পর কলকাতা বিমানবন্দর থেকে উড়ল যাত্রীবাহী বিমান। লকডাউনের শুরু থেকেই বিমান পরিষেবা বন্ধ হয়েছে, এরপর বৃহস্পতিবার ফের খুলল দমদম এয়ারপোর্ট। সারা দেশে সোমবার বিমান চলাচল শুরু হলেও এ রাজ্যে বিমান পরিষেবা বন্ধই ছিল। এর জন্য ঘূর্ণিঝড় আমপানে বিধ্বস্ত বাংলা কিছুটা সময় চেয়ে নিয়েছিল কেন্দ্রীয় সরকারের থেকে।
সেই অনুযায়ী আজ সকাল থেকে শুরু হল পরিষেবা। এদিন দিল্লি থেকে একটি যাত্রীবাহী বিমান কলকাতায় আসে। অন্যদিকে, এদিন কলকাতা থেকে গুয়াহাটির উদ্দেশ্যে অনেক যাত্রী নিয়ে উড়ে যায় একটি বিমান। বাগডোগরাতেও এদিন বিমান পরিষেবা শুরু হবে বলে জানা গিয়েছে।
Welcome Back Passengers!#KolkataAirport saw the arrival of 122 passengers from @DelhiAirport after two long months and 40 passengers departed to #Guwahati. Proper checks were followed and regular sanitization was carried out in terminal which was abuzz with passengers. pic.twitter.com/ZrqmPBxDSf
— Kolkata Airport (@aaikolairport) May 28, 2020
সারা দিনে ১০ বার আসবে ও ১০ বার উড়ে যাবে। ধীরে ধীরে বাড়ানো হবে ফ্লাইটের সংখ্যা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগাম জানিয়ে দিয়েছেন যে, করোনা অধ্যুষিত রাজ্যগুলি থেকে যারা আসছেন, তাদের ১৪দিনের জন্য কোয়ারেন্টাইনে যেতে হবে।
আরও পড়ুনঃ বিধানসভাকে পাখির চোখ করে সুর চড়াচ্ছে বিজেপি, লকডাউন না মানার ঘোষণা দিলীপের
মুখ্যমন্ত্রী এও জানান, মহারাষ্ট্র, মধ্য প্রদেশ, গুজরাত, দিল্লি ও তামিলনাড়ু থেকে যাঁরা কলকাতায় ফিরবেন তাঁদের ১৪ দিন সরকারি কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক। এছাড়া, অন্যান্য রাজ্য থেকে যাঁরা ফিরবেন তাঁদের মধ্যে কোনও উপসর্গ না থাকলে বাড়ি পাঠিয়ে দেওয়া হবে। সেখানে হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে তাঁদের। তবে যাঁদের করোনা রিপোর্ট পজিটিভ আসবে তাঁদের হাসপাতালে পাঠিয়ে দেওয়া হবে।
কলকাতা এয়ারপোর্ট সূত্রে খবর, বিমানে দিল্লি থেকে কলকাতায় ফিরেছেন মোট ১২২জন যাত্রী। অন্যদিকে, কলকাতা বিমানবন্দর থেকে প্লেনে গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দিয়েছেন ৪০জন যাত্রী। সরকারী নির্দেশানুযায়ী, দিল্লি থেকে ফেরা ১২২জন যাত্রীকেই ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। শুধু কলকাতা বিমানবন্দরেই নয়, এই একই নিয়মে কাজ হবে অসমেও।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584