কলকাতায় প্রথম হার্ট প্রতিস্থাপন

0
167

NEWSFRONT:-২১শে মে সোমবার এক বিরল ঘটনার সাক্ষী রইল কলকাতা- প্রথমবারের মতো হৃৎপিণ্ড প্রতিস্থাপন সম্পন্ন হল এক বেসরকারী হাসপাতালে ।

সেই মেডিক্যাল টিম(ছবি-TheHealthSite.com)

সোমবার সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে দিলচাঁদ সিং (৩৯) নামে এক ব্যক্তির শরীরে হৃৎপিণ্ড প্রতিস্থাপন করা হয়।শনিবার (১৯ মে) বেঙ্গালুরুতে সড়ক দুর্ঘটনায় বরুণ ডি কে নামে এক ব্যক্তির ব্রেন ডেথ হয়।  তার হৃৎপিণ্ড এনে দিলচাঁদের শরীরে প্রতিস্থাপন করা হয়।

বেলা ১০.৫৫ মিনিটে বিমানবন্দর থেকে বিশেষ অ্যাম্বুল্যান্সে হৃদযন্ত্র রওনা হতেই ইএম বাইপাসের পাশে থাকা হাসপাতালে তৎপরতা শুরু হয়ে যায়।
হৃৎপিণ্ড প্রতিস্থাপনের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা আগে থেকেই নেওয়া ছিল।

ব্রেন ডেথ হওয়া ওই ব্যক্তির হৃৎপিণ্ড শরীর থেকে বের করে বিশেষ ব্যবস্থায় একটি ভাড়া করা বিমানে করে নিয়ে আসা হয় কলকাতায়। কলকাতা বিমানবন্দর থেকে ২২ কিলোমিটার দূরের ইএম বাইপাসের ধারে অবস্থিত ঐ বেসরকারী হাসপাতালে হৃৎপিণ্ড বহনকারী বিশেষ অ্যাম্বুলেন্স ১৮ মিনিটে গ্রিন করিডরেের মাধ্যমে নিয়ে আসা হয় হাসপাতালে।

চার ঘণ্টার মধ্যে বরুণের হৃদযন্ত্র দিলচাঁদ-এর শরীরে বসানোটা জরুরি ছিল। কারণ, চার ঘণ্টা সময় পেরিয়ে গেলে এই হৃদযন্ত্র কাজ করা বন্ধ করে দেবে। এই বিষয়গুলি কলকাতা পুলিশকেও জানানো হয়। এরপরই পরিকল্পনা মতো কলকাতা বিমানবন্দর থেকে হাসপাতাল পর্যন্ত তৈরি করা হয় গ্রিন করিডর। এই কর্মসূচিতে সামিল করা হয় বিধাননগর পুলিশ কমিশনারেটকেও।

(ছবি সৌজন্য-DNA India)

সেখানে  চিকিৎসক তাপস রায় চৌধুরী ও কেএম বন্দনার নেতৃত্বে ৩০ জন চিকিৎসকের একটি দল হাসপাতালে চিকিৎসাধীন দিলচাঁদ সিংয়ের শরীরে হৃৎপিণ্ডটি প্রতিস্থাপন করেন। চিকিৎসকেরা জানিয়েছেন, ৪৮ ঘণ্টা না গেলে কিছুই বলা যাবে না,যে সেই হৃৎপিণ্ড সঠিক ভাবে কাজ করছে কি না।

ঐ বেসরকারী হাসপাতালের জোনাল ডিরেক্টর মিঃ সমীর সিং পুলিশ সহ গোটা টিম কে তৎপরতার সঙ্গে কাজ করার জন্য ধন্যবাদ জানান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here