নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
ফুটবল ফিরেছিল আগেই। এবার করোনাকে হারিয়ে মাঠে ফিরল ক্রিকেট। এই ফেরাতেও বাধা হয়ে দাঁড়ায় বৃষ্টি। বৃষ্টি কমলে অনুষ্ঠিত হয় টস। বায়ো-সিকিওর পরিবেশে করোনা পরবর্তী প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। টসের পর গাইডলাইন ভেঙে ভুল করে হ্যান্ডশেক করে বসেন দুই অধিনায়ক।
করোনা পরবর্তী সময় আইসিসি নির্দেশিত সমস্ত গাইডলাইন মেনেই অনুষ্ঠিত হচ্ছে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ। কথামতোই ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনকে সমর্থ জানিয়ে কলারে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ স্লোগান লেখা পরেই মাঠে নামেন দু’দলের ক্রিকেটাররা। কন্যাসন্তানের বাবা হওয়া রুট দলে না থাকায় ইংল্যান্ডকে নেতৃত্ব দিচ্ছেন বেন স্টোকস।
আরও পড়ুনঃ ফের বিতর্কিত মন্তব্য! আখতারকে খেলতে ভয় পেতো সচিনঃ আফ্রিদি
স্টুয়ার্ট ব্রড এবং ক্রিস ওকসকে ছাড়াই ক্যারিবিয়ানদের বিরুদ্ধে প্রথম টেস্টে নামল ইংল্যান্ড। তিন পেসার জোফ্রা আর্চার, মার্ক উড এবং জেমস অ্যান্ডারসনকে নিয়ে মাঠে নেমেছে তাঁরা। ওয়েস্ট-ইন্ডিজ। ১৭ ওভার ৪ বল মাত্র খেলা হয়ে ৩৫ রানের বিনিময় ১ উইকেট খোয়ায় ইংল্যান্ড। বৃষ্টির কবলে পড়তে হলো প্রথম দিনের ম্যাচ। বাকি চার দিনেও বৃষ্টির ভ্রূকুটি। তবে ক্রিকেট ফিরলো এটাই স্বস্তি, হোক না তা দর্শক শুন্য মাঠ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584