নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
করোনা পরিস্থিতিতে মাতৃগর্ভেও সুরক্ষিত নয় শিশু। কারণ, এবার মাতৃ জঠরেও হানা দিচ্ছে করোনা ভাইরাস। নাড়ির মাধ্যমে মাতৃগর্ভেই করোনা আক্রান্ত হওয়ার দাবি করল পুনের একটি হাসপাতাল। সেই দাবি সত্যি হলে এটাই হবে দেশের প্রথম মাতৃগর্ভে করোনা সংক্রমণ।
চিকিৎসাশাস্ত্রের পরিভাষায় ‘ভার্টিকাল ট্রান্সমিশন’। পুনের সাসুন জেনারেল হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ আরতি কিনিকার জানিয়েছেন, গত মে মাসে এক গর্ভবতী মহিলা সেখানে ভর্তি হন। আইসিএমআরের নির্দেশিকা মেনে ওই মহিলার করোনা পরীক্ষা করা হয়। সেই রিপোর্ট নেগেটিভ আসে।
আরও পড়ুনঃ করোনা আপডেট: ২৯ শে জুলাই বুধবার
কিন্তু সদ্যোজাত শিশুর নাকের রসের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট আসে পজিটিভ। এরপর ওই শিশুটিকে অন্য একটি ওয়ার্ডে রাখা হয়। দুই-তিন দিনের মধ্যে সদ্যোজাতের দেহে করোনা উপসর্গ ধরা পড়ে। কিনিকার জানিয়ছেন, করোনা উপসর্গ দেখা দিলে ওই শিশুকে আইসিইউতে রাখা হয়। দু’সপ্তাহ চিকিৎসার পরে সে সুস্থ হয়ে ওঠে। এরপর মা এবং শিশুকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।
আরও পড়ুনঃ মুম্বাইয়ে বস্তি এলাকায় ৫৭% মানুষের দেহে তৈরি হয়েছে অ্যান্টিবডি
কিনিকার কথায়, “পরীক্ষা করে আমরা নিশ্চিত হয়েছি যে, এক্ষেত্রে ভার্টিকাল ট্রান্সমিশনই ঘটেছে। আমরা তিন সপ্তাহ অপেক্ষার পরে শিশু এবং তার মায়ের অ্যান্টিবডি পরীক্ষা করেছি। উভয়ের শরীরেই অ্যান্টিবডি তৈরি হয়েছে। মায়ের ক্ষেত্রে বেশি এবং শিশুর ক্ষেত্রে কম অ্যান্টিবডি পাওয়া গিয়েছে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584