শুভম বন্দোপাধ্যায়, কলকাতাঃ
করোনা আবহে সাধারণ মানুষ যাতে বিচার প্রক্রিয়া থেকে বঞ্চিত না-হন, সে জন্য এ রাজ্যে প্রথম অনলাইন প্ল্যাটফর্মে লোক আদালত চালু করল কলকাতা হাইকোর্ট প্রশাসন।

কলকাতা হাইকোর্টের লিগ্যাল সার্ভিস অথরিটির তত্ত্বাবধানে ও চেয়ারপার্সন বিচারপতি সৌমেন সেনের নেতৃত্বে শুক্রবার ২২ আগস্ট বেলা ১১টায় উদ্বোধন হল এই রাজ্যের প্রথম অনলাইন লোক আদালত। এই অনলাইন লােক আদালতের উদ্বোধন করলেন হাইকোর্টের প্রধান বিচারপতি থাট্টোথিল ভাস্করণ নায়ার রাধাকৃষ্ণণ।
আদালত সূত্রে জানা গিয়েছে, করোনা পরিস্থিতির মধ্যে বিগত ৬ মাস ধরে ২টি জাতীয় লােক বাহন দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ, বিদ্যুৎ সংক্রান্ত মামলায় আদালত আয়ােজন করা যায়নি। পেনশন ও গ্র্যাচুইটি সংক্রান্ত মামলা ছাড়াও রয়েছে তিনটে বেঞ্চের অধীনে মােট ১২০টি মামলা।
আরও পড়ুনঃ ফের ‘গুণ্ডাগিরি’ অ্যাম্বুল্যান্স চালকের, ৮ কিলোমিটার যেতে দাবি ৯ হাজার টাকার
সােশ্যাল মিডিয়ায় এই মামলাগুলাের শুনানি প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে ‘ইউটিউব লাইভ স্ট্রিমিং-এর মাধ্যমে আগামী দিনে সম্পন্ন করা যাবে বলে আশাবাদী হাইকোর্ট প্রশাসন। লােক আদালতের এই মামলাগুলি শুনানির সময় সরাররি সম্প্রচার করার উদ্যোগও নিয়েছে হাইকোর্ট প্রশাসন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584