কলকাতায় এই প্রথম টাইমস গ্রুপের তরফে অনুষ্ঠিত হতে চলেছে ম্যারাথন প্রতিযোগিতা

0
34

তন্ময় মণ্ডল, কলকাতাঃ

এই প্রথম টাইমস অফ ইন্ডিয়া গ্রুপের ‘টাইমস হাফ ম্যারাথন’ অনুষ্ঠিত হতে চলেছে। অনুষ্ঠানটি হবে ৯ ফেব্রুয়ারি সকাল ৬ টায়। আজ তার সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হল কলকাতা প্রেস ক্লাবে। জানা গেছে, এই ম্যারাথন অনুষ্ঠিত হবে কলকাতার রেড রোডে। প্রায় পাঁচ হাজারেরও বেশি মানুষ এই ম্যারাথনে অংশগ্রহণ করবে।

Press conference | newsfront.co
প্রেস কনফারেন্স। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ আজ থেকে বইমেলা প্রাঙ্গণে কলকাতা সাহিত্য উৎসবের সূচনা

আমাদের পরিবেশ দিন দিন এত বেশি পরিমাণে দূষিত হচ্ছে যে বিগত কয়েক বছর পর হয়তো প্রত্যেককেই অক্সিজেন সিলিন্ডার সঙ্গে নিয়ে ঘুরতে হবে। এই অবস্থায় আমাদেরকেই দূষণ নিয়ন্ত্রণ করতে হবে।

Prasanta Saha | newsfront.co
বক্তা প্রশান্ত সাহা। নিজস্ব চিত্র

আর তার জন্যই ‘টাইমস হাফ ম্যারাথন’ পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কথা ‘ প্রচার করছে। বলছে চারদিকে সবুজের বিস্তার করার কথা। সেই কারণেই টাইমস হাব ম্যারাথনের মূল ট্যাগলাইন ‘রান ফর ফ্রেশ এয়ার’।

আরও পড়ুনঃ ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা শুরু পূর্বে সরজমিনে পর্যবেক্ষণ রেলকর্তাদের

এই ম্যারাথনকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। ২১ কিলোমিটার অ্যাপোলো রান, ১০ কিলোমিটার হেরিটেজ রান ও ৩ কিলোমিটার ক্লিন এয়ার। ৩ কিলোমিটার রান প্রচার করা হবে পরিষ্কার বায়ুর জন্য। ১০ কিলোমিটার রান প্রচার করা হবে সুস্থভাবে বেঁচে থাকার জন্য এবং এতে প্রথন, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার আছে।

তাছাড়া ২১ কিলোমিটার রান শুধুমাত্র পেশাদার রানারদের জন্যেই। এতেও বেশকিছু আকর্ষণীয় পুরস্কার আছে। তবে ২১ কিলোমিটার রান বেঁধে দেওয়া হয়েছে ১৮ বছর থেকে। কিন্তু ১০ কিলোমিটার রানে বয়সের কোনও সীমা নেই।

আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল, এই ম্যারাথন যারা সম্পূর্ণ করবে তাদের প্রত্যেককে ‘টাইমস অফ ইন্ডিয়া গ্রুপ’ থেকে স্মারকলিপি দেওয়া হবে। কয়েকজন বিশিষ্ট ব্যক্তি এই ম্যারাথনে উপস্থিত থাকবেন। তারা হলেন, সুধীর আহুজা, সুমনা দত্তা, প্রসেনজিৎ চ্যাটার্জী, ঋতাভরী, নুসরাত জাহান-সহ আরও অনেকে।

অন্যদিকে এই ম্যারাথনে প্রতি ২.৫ কিলোমিটার অন্তর অন্তর পানীয় জল, ফল, এনার্জি ড্রিঙ্ক ও আরও অনেক কিছু পাওয়া যাবে। থাকছে শৌচালয়ের ব্যবস্থাও।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here