শ্রমিক দিবসেই পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে রওনা দিল প্রথম ট্রেন

0
560

মোহনা বিশ্বাস, ওয়েবডেস্কঃ

করোনা ভাইরাসের প্রকোপে ত্রস্ত পৃথিবী। করোনার দাপটে নাজেহাল ভারতবাসীও। তাই করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন। প্রায় দেড় মাস ধরে টানা লকডাউন চলার কর্মহীন হয়ে পড়েছেন বহু মানুষ। দেশে আর্থিক সংকটও দেখা দিয়েছে। লকডাউনের জেরে বন্ধ ট্রেন, বাস, প্লেন সহ সমস্ত গণপরিবহণ ব্যবস্থা। এমতাবস্থায় দেশের বিভিন্ন রাজ্যে আটকে পড়েছেন অসংখ্য পরিযায়ী শ্রমিক। এবার তাঁদেরই উদ্ধার করে বাড়িতে পৌঁছে দিতে রওনা হল প্রথম ট্রেন।

Train | newsfront.co
প্রতীকী চিত্র

শুক্রবার ভোরেই তেলেঙ্গানা থেকে ঝাড়খন্ডের উদ্দেশ্যে রওনা দেয় ট্রেনটি। ১ মে শ্রমিক দিবসের দিনই পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে, যে শ্রমিকরা ভিনরাজ্যে আটকে রয়েছেন তাঁরা যদি করোনা নেগেটিভ হন তবে তাঁদের নিজেদের রাজ্যে ফিরে যাওয়ার অনুমতি দেওয়া যেতে পারে।

আরও পড়ুনঃ গানের মাধ্যমে অসহায় মানুষের হাতে সামগ্রী বিতরণ ইসলামপুর পুলিশের

কেন্দ্রের এই সিদ্ধান্তের পরই শ্রমিকদের ফেরাতে এই প্রথম ওই বিশেষ ট্রেনটি চালানোর উদ্যোগ নেওয়া হল। যদিও দেশব্যাপী লকডাউন আরোপ করার প্রায় পাঁচ সপ্তাহ পরে এই সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার।কেন্দ্রীয় সরকারের এহেন কাজে হাসি ফুটেছে ভিন রাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিক ও পড়ুয়াদের মুখে। এতদিন পর বাড়ি ফিরতে পেরে খুশি তাঁরা। তাদের পরিবারও কেন্দ্রীয় সরকারকে এই কর্মসূচীর জন্য সাধুবাদ জানান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here