দলের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ, নির্বাচন থেকে সরে দাঁড়ালেন প্রথম রূপান্তরকামী প্রার্থী

0
127

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

প্রথম রূপান্তরকামী হিসেবে কেরালার বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার স্বপ্নপূরণ হল না অনন্যা কুমারী অ্যালেক্সের। নিজের দলের অভ্যন্তরেই যৌন বৈষম্য, যৌন হেনস্থার শিকার হওয়ার অভিযোগ তুলে নির্বাচনের ৩৬ ঘণ্টা আগে প্রার্থীপদ প্রত্যাহার করে নিলেন তিনি।

Ananyah Kumari Alex | newsfront.co
অনন্যা কুমারী অ্যালেক্স।ছবিঃ এএনআই

মল্লপুরম জেলার বেনগারা কেন্দ্র থেকে ডেমোক্রেটিক সোশ্যাল জাস্টিস পার্টির টিকিটে প্রার্থী হয়েছিলেন রেডিয়ো জকি এবং মেক-আপ আর্টিস্ট অনন্যা। প্রার্থীপদ প্রত্যাহারের পর তিনি জানিয়েছেন, ‘প্রচারের জন্য ওঁরা আমায় নিয়ে ছক কষছিলেন। আমায় টিকিট দেওয়ার জন্য ওঁদের কিছু পরিকল্পনা এবং কারণ ছিল।’

দলের নেতাদের বিরুদ্ধে পুলিশে অভিযোগও দায়ের করেছেন ২৮ বছরের অন্যান্য। যিনি বছরদুয়েক আগে রূপান্তরকামী হিসেবে কেরালার প্রথম রেডিয়ো জকি হয়েছিলেন। অনন্যা বলেন, ‘ওঁরা আমায় পিকে কুনহালিকুট্টির বিরুদ্ধে কথা বলতে বাধ্য করিয়েছিলেন। যিনি বেনগারা কেন্দ্র থেকে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের (আইইউএমএল) দাঁড়িয়েছেন।

আরও পড়ুনঃ ছত্তিশগড় মাওবাদী সংঘর্ষে ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা, ২২ জওয়ানের দেহ উদ্ধার

বর্তমান সরকারের বিরুদ্ধে খারাপ শব্দ ব্যবহার করতে বাধ্য করতেন ওঁরা। প্রচারের সময় ওঁরা আমায় বোরখা পরতে বাধ্য করা হতো। আমি সেসব করতে অস্বীকার করি। তারপরই দলের কয়েকজন সদস্য আমার ব্যক্তগত ক্ষতি করার ও আমার রাজনৈতিক জীবন নষ্ট করে দেওয়া হুমকি দেন। মনোনয়ন প্রত্যাহারের দিন পেরিয়ে গেলেও নির্বাচনে লড়াই না করার সিদ্ধান্তে অবিচল আছেন অনন্যা।

আরও পড়ুনঃ ‘চাষির বাড়িতে ভাত খেলে বাংলা পাওয়া যায় না রে টাকলা’, স্বরাষ্ট্রমন্ত্রীকে নিশানা চিরঞ্জিতের

কেরলে আগামী মঙ্গলবার, ৬ এপ্রিল ভোট হতে চলেছে। অনন্যা বলেন, ‘ডেমোক্রেটিক সোশ্যাল জাস্টিস পার্টির জন্য ভোট দেবেন না। আমি আর ডেমোক্রেটিক সোশ্যাল জাস্টিস পার্টির অংশ নয়। বেনগারায় আমি প্রচার বন্ধ করে দিয়েছি। আমি যৌন হেনস্থা, মৌখিক হেনস্থা এবং লিঙ্গ হেনস্থার শিকার করেছি। আমার স্বাস্থ্য খুব ভালো জায়গায় নেই। আশা করছি, আমি শীঘ্রই বিচার পাব।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here