নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
গত রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড এলাকায় বর্তমান মহামারী ভাইরাসের প্রকোপের হাত থেকে নিজেদেরকে রক্ষা পাওয়ার লক্ষ্যে বাজার কমিটির উদ্যোগে বন্ধ করে দেওয়া হয়েছিল মাছের বাজার,জানা গেছে সেই সময় এই মাছের বাজারে অতিরিক্ত মানুষের ভিড় হচ্ছিল, ফলে আতঙ্কের মধ্যে রয়েছে ক্রেতা থেকে বিক্রেতা।
আরও পড়ুনঃ দুষ্কৃতী গ্রেফতার করতে গিয়ে আক্রান্ত পুলিশ, গাড়ি ভাঙচুর
সেই কারণেই নিজেদেরকে সুরক্ষা রাখার জন্য কমিটির নির্দেশ অনুসারে বন্ধ করে দেয়া হয় মাছের বাজার, অবশেষে বুধবার পুনরায় বাজার কমিটির নির্দেশে খুলে দেওয়া হয় মাছের বাজার, তবে পুরনো চিত্র থেকে আজকের চিত্রটি সম্পূর্ণ আলাদা,যেখানে মাছের বাজারে দেখা গিয়েছে সমদূরত্ব বজায় রাখতে, নেই কোন ভিড়,ফলে নিরাপত্তা বোধ জেগেছে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584