মৎস সম্পদ বৃদ্ধির লক্ষ্যে সুর্বণরেখায় মাছের চারাপোনা

0
100

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

Fish seedlings at Subarnarekha
ছাড়া হচ্ছে চারা পোনা।নিজস্ব চিত্র

দীর্ঘ তিন বছরের দাবী আজ পুরন হলো।দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরাম ২০১৬ সাল থেকে দাবী জানিয়ে আসছিল সুবর্ণরেখা নদী সহ সাকরাইল বল্কের ডুলুং,মগলাবান্ধি ও বাশি(তেলকন্দ)খালে মাছের বীজপোনা ছেড়ে মৎস্য সম্পদ বৃদ্ধির। সুবর্ণরেখা নদীতে মাছ ধরনের জীবিকা করেন পশ্চিম মেদিনীপুরের সাকরাইল ব্লকের রগড়া থেকে লাউদহ কাটাপাল,বহু মৎস‍্যজীবীরা।নদীর উপরে চান্ডিল ও গালুডি বাঁধ,নদী মোহনায় ওড়িশা জাল ঘিরে দেওয়ায় দশ বছর মৎস‍্যজীবীদের জীবিকার সংকটে।অনিয়মিত বৃষ্টি যথেচ্ছ বালিখাদান ও অন‍্যতম কারন।দক্ষিণবঙ্গ মৎস‍্যজীবী ফোরামে দাবী মেনে ব্লক প্রশাসন ও এডিএফ দুটি খালে মাছ ছাড়লো।উপস্থিত ছিলেন বিডিও মিঠুন মজুমদার,এ ডি এফ পিয়াল সদ্দার,সভাপতি ও সংগঠনের সম্পাদক রজত পালুই,সভাপতি শক্তপদ বধুক ও দেবরাজ ষড়ঙ্গী ।

আরও পড়ুন: ফেথাইয়ের পূর্বাভাসে জারি হাই অ্যালার্ট

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here