নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
দীর্ঘ তিন বছরের দাবী আজ পুরন হলো।দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরাম ২০১৬ সাল থেকে দাবী জানিয়ে আসছিল সুবর্ণরেখা নদী সহ সাকরাইল বল্কের ডুলুং,মগলাবান্ধি ও বাশি(তেলকন্দ)খালে মাছের বীজপোনা ছেড়ে মৎস্য সম্পদ বৃদ্ধির। সুবর্ণরেখা নদীতে মাছ ধরনের জীবিকা করেন পশ্চিম মেদিনীপুরের সাকরাইল ব্লকের রগড়া থেকে লাউদহ কাটাপাল,বহু মৎস্যজীবীরা।নদীর উপরে চান্ডিল ও গালুডি বাঁধ,নদী মোহনায় ওড়িশা জাল ঘিরে দেওয়ায় দশ বছর মৎস্যজীবীদের জীবিকার সংকটে।অনিয়মিত বৃষ্টি যথেচ্ছ বালিখাদান ও অন্যতম কারন।দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামে দাবী মেনে ব্লক প্রশাসন ও এডিএফ দুটি খালে মাছ ছাড়লো।উপস্থিত ছিলেন বিডিও মিঠুন মজুমদার,এ ডি এফ পিয়াল সদ্দার,সভাপতি ও সংগঠনের সম্পাদক রজত পালুই,সভাপতি শক্তপদ বধুক ও দেবরাজ ষড়ঙ্গী ।
আরও পড়ুন: ফেথাইয়ের পূর্বাভাসে জারি হাই অ্যালার্ট
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584