মৎস্যচাষীদের মাছের চারা,চুন বিলি প্রশাসনের

0
84

নিজস্ব সংবাদদাতা, মালদহঃ

fish seedlings of fish farmers
মাছের চারা বিলি।নিজস্ব চিত্র

জলাশয় গুলির সংরক্ষণ ও মৎসজীবিদের মৎস্য চাষে উৎসাহ বাড়াতে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে,রাজ্য সরকারের উদ্যোগে জল ধরো জল ভরো কর্মসূচি গ্রহন করা হয়েছে।সেই প্রকল্পে মালদা জেলার ইংরেজবাজার ব্লক ও পঞ্চায়েত প্রশাসনের উদ্যোগে,সোমবার এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এলাকার মাছ চাষীদের মাছের চারা ও চুন বিলি করা হয়।এদিন সাগরদিঘি মৎস প্রজনন কেন্দ্রে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মৎস দফতরের সহ- অধিকর্তা নীলোৎপল কয়াল, ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি লিপিকা বর্মন ঘোষ,মৎস্য কর্মাদক্ষ ছায়া মন্ডল সহ অনান্য প্রশাসনিক কর্তারা। এদিনের এই কর্মসূচিতে ইংরেজবাজার ব্লকের ১২ জন মৎসজীবিদের ৭৫০টি করে রুই, কাতলা,মৃগেল মাছের পোনা ও এক বস্তা করে চুন বিলি করা হয়।মৎস দপ্তর সুত্রে জানা গিয়েছে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে এই কর্মসূচি।প্রথম পর্যায়ে জেলার আটটি ব্লকে এই কর্মসূচি চলবে।আজ ইংরেজবাজার ব্লকের মৎস্য চাষীদের মৎস্য প্রদান করে এই কর্মসূচি শুরু হলো।দ্বিতীয় পর্যায়ে জেলার বাকি ৭টি ব্লকে চলবে এই কর্মসূচি।এলাকার জলাশয় গুলির সংরক্ষণ ও মৎস চাষীদের উৎসাহ দিতে এই কর্মসূচি।
সরকারের এই উদ্যোগে খুশি চাষিরা।ধন্যবাদ জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

আরও পড়ুনঃ পাগলা কুকুরের আক্রমণে আক্রান্ত পাঁচ শিশু

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here