শ্যামল রায়,কালনাঃ
কালনা শহরের জিউধারা এলাকায় নিয়ন্ত্রিত বাজার কমিটির কমপ্লেক্সে ১৩ বছর অতিক্রান্ত হয়ে গেল আজ ও পাইকারি মাছ বাজার চালু হয়নি।এত বছর অতিক্রান্ত হয়ে গেল আজও মাছ ব্যবসায়ীরা ওখানে দোকান খুলতে পারেননি।প্রসঙ্গত উল্লেখ থাকে যে কালনা শহরের চকবাজার থেকে মাছের বাজার আলাদা করার ভাবনা হয় ২০০৫ সালে।
বাজার কমিটি কয়েক লক্ষ টাকা খরচ করে কমপ্লেক্স এর মধ্যে আলাদা করে পরিকাঠামো তৈরি করে।৩০ টি ঘর এর সঙ্গে মাছ রাখার জায়গা জল বিদ্যুৎ এর যাবতীয় ব্যবস্থা করা হয়।নিয়ন্ত্রিত বাজার কমিটির দাবি সেই সময় প্রত্যেক ব্যবসায়ীর কাছ থেকে ৩৫ হাজার টাকা করে নেওয়া হয়েছিল।ঠিক হয়েছিল মাসে নির্দিষ্ট ভাড়া দিয়ে ঘর গুলি ব্যবহার করবেন মাছ ব্যবসায়ীরা।
আরও পড়ুনঃ কুড়ি কুইন্টালের উড়ুক্কু মাছ দেখতে ভীড়
তবে পরিকাঠামো তৈরীর পর সেখানে যেতে বেঁকে বসেছেন মাছ ব্যবসায়ীরা।কিন্তু কেন?এই প্রশ্নের উত্তর মেলেনি আজও।মাছ ব্যবসায়ীদের দাবি বাজার সরানো হলে ব্যবসা মার খাবে খরিদ্দার চেনা বাজার ছেড়ে অন্যত্র যেতে চাইছেন না।তাই কালনা শহরের জিউধারা এলাকায় পাইকারি মাছ বাজার তৈরি হলেও আজও চালু হয়নি এবং মাছ ব্যবসায়ীরা নানাবিধ সমস্যার কারণে এখানে আসতে চাইছেন না।
যদিও ওই ঘরগুলি দেয়ালে ফাটল ধরে গেছে আগাছা জন্মেছে এবং অনেক জানলা দরজা ও চুরি হয়ে যাচ্ছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।পূর্ব বর্ধমান নিয়ন্ত্রিত বাজার কমিটির সম্পাদক শুভ্রাংশু সিংহ রায় জানিয়েছেন এ বছরের কিছুদিনের মধ্যেই একটি মিটিং করা হবে যাতে পাইকারি বাজার চালু করা যায়।মহকুমা শাসক নিতিশ ঢালী জানিয়েছেন যে বাজার কমিটির সঙ্গে আলোচনা হয়েছে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584