সুন্দরবনের জঙ্গলে বাঘের আক্রমণে নিহত মৎস্যজীবী

0
85

সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগনাঃ

মাছ ধরতে জঙ্গলে প্রবেশ করে বাঘের আক্রমণে নিহত হলেন এক মৎস্যজীবী। নিহত মৎস্যজীবীর নাম ধরণী মন্ডল (৫০)।

নিজস্ব চিত্র

মঙ্গলবার পাঁচজনের মৎস্যজীবীর একটি দল সরকারি অনুমতি নিয়েই সুন্দরবনের জিলা জঙ্গলে গিয়েছিলেন মাছ ধরতে। সেখানেই বাঘের আক্রমণে নিহত হলেন ওই মৎস্যজীবী। সজনেখালি রেঞ্জ অফিসের মধ্যে ঘটনাটি হওয়ায়, মৎস্যজীবীর দলটি এসে বনদফতরের অফিসে খবর দেন। তবে অন্য সঙ্গীরা দেহটি ফিরিয়ে আনতে পারেনি। দেহটির খোঁজে তল্লাশি শুরু করেছে ব্যাঘ্র প্রকল্পের কর্মীরা।

মৃতের ভাই। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ শিলিগুড়ির চম্পাসারির প্রধাননগর পোস্ট অফিসে পার্সেল ঘিরে বোমাতঙ্ক

নিহত মৎস্যজীবীর বাড়ি সুন্দরবনের ছোট মোল্লাখালি উপকূলীয় থানার কুমিরমারি গ্রামে। সুন্দরবনের জঙ্গলে মাছ ধরে জীবিকা নির্বাহ করাই ছিল তার পেশা।

সেইমতো সে জঙ্গলে মাছ ধরতে গিয়েছিল সরকারি অনুমতি নিয়েই। জঙ্গলের মধ্যে নদীর খাড়িতে জাল পাতার সময় হঠাৎ বাঘ এসে আক্রমণ করে এবং তুলে নিয়ে যায় ওই মৎস্যজীবীকে। বনদফতরের তরফ থেকে ওই মৎসজীবীকে বাঘে নিয়ে যাওয়ার কথা স্বীকার করা হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here