হারিয়ে যাওয়া ব্যবসা সামগ্রী ফেরাল ক্ষুদ্র মৎস্যজীবী

0
36

শিবশংকর চ্যাটার্জ্জী,দক্ষিন দিনাজপুরঃ

Fisherman returned lost business objects
নিজস্ব চিত্র

এক গরীব বস্ত্র ব্যবসায়ীর হারিয়ে যাওয়া কাপড়ের বস্তা ফিরিয়ে দিয়ে সততার নজির করল এক গরীব মৎস্য ব্যবসায়ী।সংবাদমাধ্যমের মধ্যস্থতায় এদিন প্রায় হাজার দশেক টাকার ব্যবসার সামগ্রী ফিরে পেলেন বস্ত্র ব্যবসায়ী নিমাই চন্দ্র মালি।

বালুরঘাট থানার খান পুরের বাসিন্দা নিমাইচন্দ্র মালি পেশায় ছোট বস্ত্র ব্যবসায়ী। তিনি স্থানীয় হাটে হাটে এবং বিভিন্ন মেলায় ব্যবসায়িক সামগ্রী দিয়ে ব্যবসা করেন। গত রবিবার হিলির একটি মেলা থেকে ভুটভুটিতে সামগ্রী নিয়ে ফেরার সময় তার ব্যবসায়িক সামগ্রীর একটি বস্তা রাস্তায় পড়ে যায়।

Fisherman returned lost business objects
ফেরানো হল ব্যবসা সামগ্রী।নিজস্ব চিত্র

বালুরঘাট থানার দৌল্লা এলাকায় ওই কাপড়ের বস্তা রাস্তায় কুড়িয়ে পান মৎস্য ব্যবসায়ী প্রবীর বর্মন।একই সময়ে ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন স্থানীয় দিলীপ রায় নামে জনৈক একজন।দুজনে মিলে অনেক খোঁজাখুঁজির পরও আসল মালিককে খুঁজে পাননি।এদিকে ব্যবসার সামগ্রী হারিয়ে অথৈ জলে পড়ে যান নিমাইবাবু।তিনি তার সমগ্রী ফিরে পেতে মাইকের মাধ্যমে প্রচার করেন।ওই প্রচার শুনে প্রবীর বর্মন এবং দিলীপ রায় আসল মালিককে তার হারানো সামগ্রী ফিরিয়ে দিতে সংবাদমাধ্যমের দ্বারস্থ হন।

আরও পড়ুনঃ ছোট্ট পারিজাত একাধিক বিরল রোগের প্রকোপে, সাহায্যপ্রার্থী পরিবার

এদিন দক্ষিণ দিনাজপুর প্রেসক্লাবে সংবাদমাধ্যমের মধ্যস্থতায় হারানো সামগ্রী নিমাই বাবুর হাতে তুলে দেন ওই দুইজন।হারানো সামগ্রী ফিরে পেয়ে খুশি গরিব বস্ত্র ব্যবসায়ী নিমাইচন্দ্র মালি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here