নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
অনাড়ম্বর ভাবে পুজো হল সিদ্ধিদাতার। করোনা আবহে সামাজিক দূরত্ব বজায় রেখে ফালাকাটা মৎস্য ব্যবসায়ী সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হলো গনেশ পুজো । এবার তাদের গণেশ পুজো ১৯ বছরে পা দিলো। প্রতি বছরের ন্যায় এবারও তারা গণেশ পুজোর আয়োজন করেছে ।
প্রত্যেক বছর ৪দিন ধরে চলে এই পুজো এবং নানান সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠান হয় । কিন্তু এবার করোনা পরিস্থিতিতে সেই সকল অনুষ্ঠান না করে প্রশাসনের অনুমতি নিয়ে শুধু নিয়ম রক্ষা করেই পুজো সারলেন উদ্যোক্তারা ।
আরও পড়ুনঃ নিজের বাড়িতে গনেশ পুজো দিলেন সচিন
তারা জানান,এবছর করোনা আবহে বন্ধ রাখা হয় জাঁকজমকপূর্ণ সেই গণেশ পুজো ,শুধু নিয়ম রক্ষা করেই পুজো করা হয়। মানুষ যেন করোনা মুক্ত হয় ,ফালাকাটা মৎস্য ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে সিদ্ধিদাতা গণেশের কাছে এই প্রার্থনাই করা হয়। তবে অন্যবারের তুলনায় গণেশ পুজোর জৌলুস অনেকটাই কম এবার জেলাজুড়ে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584