মনিরুল হক, কোচবিহারঃ
এক সিএসপি কর্মীর কাছ থেকে টাকা ছিনতাই করার ঘটনায় অভিযুক্ত ৫ জনকে গ্রেফতার করল পুলিশ। গতকাল রাতভর অভিযান চালিয়ে কোচবিহার পুন্ডিবাড়ি থানার পুলিশ ওই অভিযুক্তদের গ্রেফতার করে।
এদের মধ্যে অর্জুন বর্মণ, তাপস রায় ও চিত্তরঞ্জন সরকার পুন্ডিবাড়ি থানা এলাকার বাসিন্দা।বাকি দুজন মহাদেব কুমার ও চন্দন কুমার বিহারের ভাগলপুর জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে।এদের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
এদিন কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানি রাজ বলেন, “ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে তুলে পুলিশ রিমান্ডের জন্য আবেদন করা হবে। ছিনতাই করা টাকা ও অন্যান্য সামগ্রী কোথায় লুকিয়ে রেখেছে এবং এদের সাথে আর কেউ জড়িত ছিল কিনা তা তদন্ত করে বের করা হবে।”
আরও পড়ুনঃ বেসরকারি কোম্পানির চুরি যাওয়া লক্ষাধিক টাকা উদ্ধার রঘুনাথগঞ্জ পুলিশের
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় একটি ব্যাংকের সিএসপি কর্মী ওসমান আলিকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে দেড় লক্ষ টাকা, সিএসপি মেশিন ও রেজিস্টার খাতা লুঠ করে নিয়ে পালিয়ে যায় ওই দুষ্কৃতীরা ৷ ওই ঘটনার খবর পেয়ে পুলিশ তদন্তে নামে।
স্থানীয় লোকজনদের সঙ্গে কথা বলে পুন্ডিবাড়ি থানা এলাকার একজনের খোঁজ পায় পুলিশ। এরপরেই তাঁকে জিজ্ঞাসাবাদ করে এক এক করে ৫ জনকেই গ্রেফতার করতে সক্ষম হয় তারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584