নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ
দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থেকে পাঁচ বাংলাদেশী শিশুকে উদ্ধার করল হিলি থানার পুলিশ।শনিবার রাত্রে শিশু গুলিকে উদ্ধার করে চাইল্ড লাইন দক্ষিণ দিনাজপুরের হাতে তুলে দেয় হিলি থানার পুলিশ।উদ্ধার হওয়া ঐ পাঁচ শিশুরা যথাক্রমে (নামগুলি পরিবর্তিত) জাহির খান(১২), মহম্মদ কাইফ(৯), মহম্মদ আজারুদ্দিন(৭), ওয়াসিম আক্রম(৮) এবং ওয়াকার ইউনিস(৫)।জানা গেছে এদের প্রত্যেকেরই বাড়ী বাংলাদেশের কক্সবাজার এলাকায়। এও জানা গেছে উদ্ধার হওয়া পাঁচ শিশুর মধ্যে জাহির খান,মহম্মদ কাইফ এবং মহম্মদ আজারুদ্দিন বাংলাদেশের ব্রেক স্কুলের ছাত্র।জানা গেছে শনিবার ঐ পাঁচ শিশু ভারতের হিলিতে ঘুরতে আসে।এরপর হিলি-র একটি ছেলে তাদেরকে ঘুরতে দেখে বিষয়টি পুলিশকে জানালে হিলি থানার পুলিশ ঐ পাঁচ শিশুকে উদ্ধার করে এবং শনিবার রাত্রেই ঐ ৫ শিশুকে চাইল্ড লাইন দক্ষিণ দিনাজপুর কর্তৃপক্ষের হাতে তুলে দেয়।রবিবার চাইল্ড লাইন দক্ষিণ দিনাজপুর টিমের সদস্য বিনয় বর্মণ জানান সম্ভবত ঐ পাঁচ বাংলাদেশী শিশু ভারতের হিলিতে ঘুরতে এসেছিল।এর পাশাপাশি তিনি এও জানান সোমবার ঐ পাঁচ শিশুকে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির নিকট পেশ করা হবে চাইল্ড লাইন দক্ষিণ দিনাজপুরের পক্ষ থেকে।
আরও পড়ুনঃ গলসিতে কৃষি মেলার সূচনা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584