দিলীপ ঘোষের পুজাে উদ্বোধনকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল নারায়ণগড়

0
82

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

রাজ্য বিজেপির সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষের কালীপুজাে উদ্বোধনের সভাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়ের ৭ নং কাশিপুর অঞ্চলের আমডিহা গ্রাম।

dilip ghosh | newsfront.co
দিলীপ ঘোষ। নিজস্ব চিত্র

কাশিপুর অঞ্চলের মেট্যালে দিলীপ ঘোষের সভা উপলক্ষে আমডিহা গ্রামের বিজেপি কর্মীরা যখন দলীয় পতাকা লাগাচ্ছিলেন ঠিক সেই সময়ে তৃণমূলীরা অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ বিজেপির। বিজেপির ৫ জন গুরুতর আহত হয়।

injure | newsfront.co
নিজস্ব চিত্র

আহতদের প্রথমে বেলদা হাসপাতালে নিয়ে এলে সেখান থেকে তিন জনকে মেদিনীপুর মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। এই হামলার পেছনে স্থানীয় তৃণমূলের অঞ্চল প্রধান রবীন ধাউড়িয়া ও তার ভাই জড়িত বলে অভিযোগ করে বিজেপি।

injured man | newsfront.co
আহত বিজেপি কর্মী। নিজস্ব চিত্র

এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ঘটনার পরে এলাকায় গিয়ে পুজাে উদ্বোধন করে এলাকাবাসীদের মধ্যে বস্ত্র বিতরণ করেন সাংসদ দিলীপ ঘোষ।

আরও পড়ুনঃ চন্দ্রকোনার কালিকাপুরের জলাশয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল প্রাইভেটকার,ঘটনায় আহত ২

সভা মঞ্চ থেকে আক্রমণকারীদের হুঁশিয়ারি দেন তিনি। ঘটনায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here