নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
কিছুদিন আগেই গঠিত হয় বিজেপির রাজ্য কমিটি। যেই তালিকা থেকে বাদ পড়েছিলেন অনেকেই। নাম ছিল না সায়ন্তন বসুরও। সেই তালিকা বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপে আসার পরই সেই গ্রুপ থেকে ‘লেফট’ হয়েছিলেন তিনি। সেই ঘটনার পুর্নরাবৃত্তি হল আজ। আজ শনিবার প্রকাশিত হয়েছে বিজেপির বিভিন্ন সাংগঠনিক জেলার নতুন সভাপতির নামের তালিকা। আর এরপরই বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন ৫ বিধায়ক।
তাদের মধ্যে রয়েছেন বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া, গাইঘাটার বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর, হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার, রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী এবং কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়। নতুন রাজ্য কমিটিতে নেই মতুয়াদের গুরুত্ব তাই ক্ষুব্ধ বিধায়করা, আর সেই কারণেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, দলের আরও দুই নেতা শীলভদ্র দত্ত ও রাজু বন্দ্যোপাধ্যায়ও গ্রুপ ছেড়ে বেরিয়ে গেছেন বলে সূত্রের খবর।
‘নতুন রাজ্য কমিটি নিয়ে পিছিয়ে পড়া মানুষ খুশি নয়। সর্বভারতীয় মতুয়া মহাসংঘের সিদ্ধান্ত’, জানিয়েছেন রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী। তবে বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া জানান, ‘এ ব্যাপারে কিছু বলব না’।
একাধিক বিধায়কদের এভাবে গ্রুপ থেকে বেরিয়ে যাওয়ার প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘নতুন কমিটি গঠিত হলে একটু মনোমালিন্য হয়ই’। তবে নয়া ঘোষিত এই রাজ্য কমিটি নিয়ে খুশি নন সাংসদ-প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরও। এ বিষয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে সাক্ষাৎও করতে পারেন তিনি।
আরও পড়ুনঃ বিজেপির নতুন রাজ্য কমিটির ঘোষণা, পদ খোয়ালেন সৌমিত্র খাঁ
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584