নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
“বাঘ এসেছে, বাঘ দেখা গেছে” এমন আতঙ্কের পর অবশেষে উদ্ধার হল পাঁচটি বন বিড়ালের শাবক। শুক্রবার সকালে আলিপুরদুয়ারের জলদাপাড়া বনাঞ্চল লাগোয়া ফালাকাটার কালীপুর ও পার পাতলাখাওয়া গ্রামে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
তবে বন দফতরের দাবি, এনিয়ে অযথা আতঙ্কের কোন কারণ নেই। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে ওই গ্রামের এক ধান ক্ষেতে বাঘের বাচ্চা রয়েছে বলে আতঙ্ক ছড়িয়ে পড়তে থাকে,আর মুহূর্তের মধ্যে পার পাতলাখাওয়া ও পাশের কালীপুর গ্রামে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই পরিস্থিতিতে ধান কাটার কাজ বন্ধ করে ফেলেন অনেকেই।
আরও পড়ুনঃ বালুরঘাটে জেল ভরো কর্মসূচি
খবর পেয়ে ওই গ্রামে ছুটে আসেন বন কর্মীরা। পরে ধানক্ষেত থেকে পাঁচটি বনবিড়ালের শাবক উদ্ধার করে বনকর্মীরা। বনকর্মীরা জানান, “শাবকগুলিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। এনিয়ে অযথা আতঙ্কের কিছু নেই।” এদিন স্থানীয় বিমল বর্মন বলেন, “গ্রাম থেকে কিছু দূরেই জলদাপাড়া জঙ্গল। মাঝে মধ্যেই বন্যপ্রাণীরা এই এলাকায় চলে আসে। তাই প্রথম দিকে বাঘের শাবক ধরে নিয়েই গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584