ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
করোনার প্রকোপে ত্রস্ত গোটা দেশ। সর্বত্রই লেগে রয়েছে মৃত্যু মিছিল, গণ শব দাহ। এরমধ্যেই একের পর এক ভয়ানক দৃশ্য উঠে আসছে উত্তরপ্রদেশ জুড়ে।
পুলিশের তদারকিতেই উত্তরপ্রদেশের বালিয়ায় কাঠের বদলে টায়ার দিয়ে পোড়ানো হচ্ছে করোনা আক্রান্ত মৃতদেহ। যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক। এই ঘটনায় সাসপেন্ড হয়েছে ৫ পুলিশ কর্মীকে।
This is the Ballia police chief on the incident …. pic.twitter.com/Axr5zvPCEY
— Alok Pandey (@alok_pandey) May 18, 2021
আরও পড়ুনঃ কোভিডের দ্বিতীয় ঢেউয়ে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ২৭০ জন চিকিৎসকঃ আইএমএ
উল্লেখ্য, এর আগে উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশে ভেসে আসতে দেখা গেছে একাধিক করোনা আক্রান্ত মৃতদেহ। সৎকার না করেই তা নদীতে ভাসিয়ে দেওয়া হচ্ছে। এছাড়া উত্তরপ্রদেশের ২৭জেলায় গঙ্গার ধারে মাটির নীচে কবরস্থ করা হয়েছে ২০০০- এর বেশি মৃতদেহ। প্রতিনিয়ত ভয়ংকর দৃশ্যের সাক্ষী হচ্ছে উত্তরপ্রদেশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584