গঙ্গারামপুরের পথদুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৫

0
117

শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিন দিনাজপুরঃ

এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো ৫ জনের। গুরুতর আহত ১।শোকস্তব্ধ দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর।জানা যায় গত রাতে আনুমানিক তিনটে নাগাদ দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরের দিক থেকে একটি লরি আসছিল।

five dead in road accident | newsfront.co
ঘাতক লরি।নিজস্ব চিত্র

লরিটি যখন গঙ্গারামপুর শহরের কালিতলা এলাকায় পুনর্ভবা ব্রিজের উপর উঠছিল ঠিক সেই সময় কোন কারনে নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি পাশের একটি চায়ের দোকানে ঢুকে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান ওই চায়ের দোকানে সেই সময় কয়েকজন সিভিক ভলেন্টিয়ার ও ভ্যান চালক চা পান করছিলেন।

five dead in road accident | newsfront.co
নিজস্ব চিত্র

সূত্র মারফত প্রাপ্ত তথ্য অনুযায়ী দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার ২ জন সিভিক ভলেন্টিয়ার যারা ওই দোকানে সে সময় চা পান করছিলেন এবং ওই দোকানে চা পান করতে আসা ওপর দুই জন ঘটনাস্থলেই মারা যান এবং অপর এক সিভিক ভলেন্টিয়ার হাসপাতালে নিয়ে যাবার পথে মারা যান।

আহত।নিজস্ব চিত্র

সূত্র মারফত প্রাপ্ত তথ্য অনুযায়ী মৃত তিন সিভিক ভলেন্টিয়ার অয়ন দাস(২৮),বাড়ি বসাক পাড়া ,গঙ্গারামপুর।প্রণয় বর্মন(২৮),বাড়ি নয়াবাজার,গঙ্গারামপুর,তোফাজ্জল মিয়া(৩০),বাড়ি বানিহারী,গঙ্গারামপুর।

নিজস্ব চিত্র

মৃত দুই স্থানীয় বাসিন্দা হলেন নিমাই রায়,পেশায় ভ্যান চালক,বাড়ি শিববাড়ি,গঙ্গারামপুর ও বিনয় হালদার(৩১)।হালদার পাড়া,গঙ্গারামপুর। গুরুতর আহত হয়েছেন আরও ১।আহত ব্যক্তির নাম বিধু দাস।আহতদের তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুনঃ মারুতি ও সাফারির মুখোমুখি সংঘর্ষ,জখম ১

ঘটনার পরপরই লরির চালক পলাতক।পুলিশ সূত্রে জানা যাচ্ছে মদ্যপ অথবা ঘুমন্ত অবস্থায় গাড়ি চালানোর ফলেই এমন বিপত্তি ঘটেছে।এই ঘটনার প্রতিবাদে,সোমবার সকালে স্থানীয় মানুষজন জাতীয় সড়ক অবরোধ করে।পরবর্তীতে গঙ্গারামপুর থানার পুলিশ এলে,অবস্থা স্বাভাবিক হয়।হাসপাতাল সূত্রে জানা গেছে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।

এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে । একসঙ্গে পাঁচ জন মানুষের মৃত্যুতে শোকস্তব্ধ যেমন সাধারণ মানুষ তেমনি পুলিশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here