নিজস্ব সংবাদদাতা,হুগলিঃ
রাজ্যের বিভিন্ন প্রান্তের ব্রীজ দুর্ঘটনার ভয়াবহতার রেশ কাটতে না কাটতেই আবারও বড়সড় বাস দূর্ঘটনা হুগলিতে। মঙ্গলবার সকাল ১০ টা নাগাদ আরামবাগ থেকে কলকাতাগামী ৪৫ জন যাত্রী বোঝায় একটি বেসরকারি বাস হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।হুগলির হরিপালে ডাকাতিয়ার কাছে রাস্তার পাশে রেলিং ভেঙে একটি খালে পড়ে যায় বাসটি।
ঘটনা স্থলেই মৃত্যু হয় পাঁচ জন যাত্রীর।সূত্রের খবর, প্রথমে স্থনীয়দের তৎপরতায় উদ্ধার কাজ শুরু হয়।বাসের কাঁচ ভেঙে বেশকিছু জন যাত্রীকে উদ্ধার করা হয়।

এরপর পুলিশী হস্তক্ষেপে বাসটিকে ক্রেন করে ডাঙায় তোলা হয়। আশঙ্কাজনক অবস্থায় শিশু ও মহিলা সহ ২২ জন যাত্রীকে হরিপাল গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী পুলাশী নিষ্ক্রিয়তার অভিযোগ স্পষ্ট।স্থানীয়দের দাবি,দুর্ঘটনা স্থলের কাছাকাছি চেকপোষ্টে পুলিশের দাঁড় করানো একটি লরিকে অতিক্রম করতে গিয়েই এমন দুর্ঘটনার মুখে পড়তে হয় বাসটিকে।মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে খবর হাসপাতাল সূত্রের। বছর না পেরতেই বালিরঘাট ব্রীজ দুর্ঘটনার আতঙ্ক যেন আরও একবার হুগলিতে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584