নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
ভয়াবহ অগ্নিকাণ্ডের কবলে ভারতে বৃহত্তম ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা পুণের সেরাম ইনস্টিটিউট। বৃহস্পতিবার দুপুরে ইনস্টটিউটের টার্মিনাল ওয়ানের কাছে আগুন লাগে, এই অগ্নিকাণ্ডে পাঁচজনের মৃত্যু হয়েছে বলে সংবাদ সংস্থা আইএএনএস সূত্রে খবর।
জানা গিয়েছে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকলের ১০টি ইঞ্জিন। দমকলকর্মীদের সহায়তায় ইনস্টিটিউটে থাকা সব বিজ্ঞানীকে নিরাপত্তার স্বার্থে বাইরে বের করে আনা হয়েছে। অগ্নিকাণ্ড ঘিরে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে ইনস্টিটিউটে।
At least 10 fire-tenders from #Pune Fire Brigade rushed to the site & were battling the blaze,the cause of which is not clear.
When contacted, a @SerumInstIndia official refused to comment whether the conflagration had affected the production of the #COVID19Vaccine at the plant. pic.twitter.com/V5ULXA692v
— IANS Tweets (@ians_india) January 21, 2021
প্রাথমিক খবর অনুযায়ী, সিরাম ইনস্টিটউটের দ্বিতীয় তলে আগুন লেগেছে। এই তলে বিসিজি ভ্যাকসিন তৈরি হয়। প্রথমে সেখানেই আগুন লাগে এবং পরে তা ছড়িয়ে পড়ে গোটা বিল্ডিংয়ে। চতুর্থ ও পঞ্চমতলার আগুন নিয়ন্ত্রণে আনতে তৎপর দমকলকর্মীরা।
আরও পড়ুনঃ বিমানে মৃত্যু বছর সাতের নাবালিকার
তবে কোভিশিল্ড যেখানে তৈরি হয়, সেই জায়গা কোনওভাবে ক্ষতিগ্রস্ত হয়নি বলে দাবি সেরাম কর্তৃপক্ষের। আপাততত কোভিশিল্ড সুরক্ষিতই রয়েছে। কিন্তু কীভাবে আগুন লাগল, সে বিষয়ে এখনও কোনও ধারণা করতে পারছেন না দমকলকর্মীরা। আপাতত দ্রুত আগুন নিভিয়ে ফেলাই দমকলবাহিনীর মূল লক্ষ্য।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584