প্রবল ঝড় বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গে, ব্রজাঘাতে মৃত ৫

0
130

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

দুপুর থেকে মুখ ভার ছিল আকাশের। সন্ধ্যা হতেই নামল ঝমঝমিয়ে বৃষ্টি, সাথে ব্রজবিদ্যুৎও। কলকাতা ও দুই ২৪ পরগনার পাশাপাশি বৃষ্টি হয়েছে বীরভূম, হুগলি, হাওড়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মালদা-সহ বেশ কিছু জেলায়।

thunderstrom | newsfront.co

বৃষ্টির কারণে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সাধারণ মানুষ। তবে মাথায় হাত চাষীদের, ধান কেটে ঘরে তোলার সময় এমন বৃষ্টিতে ফলনের ক্ষতির আশঙ্কা করছেন তারা। অপরদিকে ব্রজপাতের কারণে মুর্শিদাবাদের সামশেরগঞ্জে মৃত্যু হল এক ব্যক্তির। এছাড়া পূর্ব বর্ধমানে দুই ও হাওড়াতেও দুজনের মৃত্যু হয়েছে বাজ পড়ে।

আরও পড়ুনঃ বিজেপির সব বিধায়কই পাবেন কেন্দ্রীয় নিরাপত্তা, সিদ্ধান্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের

আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ৪-৫ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা গোটা রাজ্য জুড়ে। ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়াও৷ দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, দুই চব্বিশ পরগণা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস ৷

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here