করোনা আক্রান্ত পাঁচ ফুটবলার, জুনেই হবে লা লিগা

0
47

মোহনা বিশ্বাস, ওয়েবডেস্কঃ

করোনায় ত্রস্ত গোটা পৃথিবী। আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। এবার পাঁচ ফুটবলারের দেহে বাসা বাঁধল কোভিড-১৯। সম্প্রতি ওই ফুটবলারদের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। এদিকে জুনের দ্বিতীয় সপ্তাহে লিগ পুনরায় শুরু করা যাবে বলে আশাবাদী লা লিগা প্রেসিডেন্ট জ্যাভিয়ের তেবাস।

LaLiga | newsfront.co
চিত্র সৌজন্যঃ লা লিগা টুইটার

গত সপ্তাহে লা লিগার ক্লাবগুলি ফুটবলারদের মেডিক্যাল টেস্ট শুরু করে। তাতেই জানা যায় প্রথম দু’টি ডিভিশনের পাঁচ জন ফুটবলার করোনা আক্রান্ত। ইতিমধ্যেই লা লিগার ক্লাবগুলিকে ব্যক্তিগত অনুশীলন শুরুর অনুমতি দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ১২ জুন থেকে দর্শকশূন্য গ্যালারিতে লা লিগা শুরুর পরিকল্পনা রয়েছে আয়োজকদের। পাঁচ জন ফুটবলারের করোনা হওয়া স্বত্ত্বেও এই লিগ শুরু হবে।

আরও পড়ুনঃ এখন স্বপ্নভঙ্গ হলেও অলিম্পিকে সেরা খেলবেন, দাবি ভারতীয় ডিসকাস থ্রোয়ার সীমা পুনিয়ার

লা লিগা আয়োজকদের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, করোনা আক্রান্ত পাঁচ ফুটবলার, যাঁদের নাম প্রকাশ করা হয়নি, তাঁরা আপাতত বাড়িতেই থাকবেন। আগামী কয়েক দিনে পুনরায় তাঁদের নমুনা পরীক্ষা করা হবে। বেশি না হলেও দু’বার পরীক্ষা করার পর নেগেটিভ রিপোর্ট না এলে তাঁদের দলের সঙ্গে অনুশীলনে যোগ দেওয়ার অনুমতি দেওয়া হবে না।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here