সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগনাঃ
২১ শের বিধানসভার আগে সিপিএমের ঘরে ভাঙন ধরাল গেরুয়া শিবির। সিপিএম ছেড়ে পাঁচশ মহিলা যোগ দিল বিজেপিতে। কুলপি বিধানসভায় করঞ্জলি গ্রাম পঞ্চায়েতের দামোদরপুরে ওই মহিলাদের হাতে বিজেপি’র দলীয় পতাকা তুলেদেন রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পাল।
ছিলেন মথুরাপুর সাংগঠনিক জেলার সভাপতি দীপঙ্কর জানা, মহিলা মোর্চার জেলা সভানেত্রী সর্মিলা হালদার সহ কুলপি’র বিজেপি নেতৃত্ব।
আরও পড়ুনঃ সাফারি মালিক – চালকদের নিয়ে বৈঠক আলিপুরদুয়ার জেলা ট্র্যাফিক পুলিশের
কুলপি বিধানসভার ১৪ টি গ্রাম পঞ্চায়েতের ২৩৫ টি বুথ থেকে প্রায় পাঁচশ মহিলা যোগদান করেন বলে জানা গিয়েছে। বিকালে দক্ষিণ সুন্দরবনে প্রকাশ্য জনসভাও রয়েছে বিজেপির।
সিপিএম দলত্যাগীদের দাবি, প্রতিবাদ করার মত অবস্থা সিপিএম দলে না পাওয়ায়,দল ত্যাগ করলেন তারা। এদিন মুখ্যমন্ত্রীকে করা ভাষায় আক্রমণ করেন রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পাল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584