সমুদ্রগড়ে পথ দুর্ঘটনায় মৃত ২,আহত ৫

0
62

শ্যামল রায়,কালনাঃ

five injured and two dead on road accident
দুর্ঘটনাগ্রস্থ গাড়ি।নিজস্ব চিত্র

রবিবার কলকাতার নাগেরবাজার থেকে ভোট দিয়ে পূর্ব বর্ধমান পূর্বস্থলীর জামালপুরে পুজো দিতে আসার পথে এস টি কে কে রোড এর সমুদ্রগড় নশরতপুর এ পথ দুর্ঘটনায় একই পরিবারের দুই মহিলার মৃত্যু হলো।

মারাত্মকভাবে জখম হয়েছেন চারজন।আহতদের ভর্তি করা হয়েছে কালনা মহকুমা হাসপাতালে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে মৃত দুই মহিলার নাম চম্পা সিনহা(৪৫) ,বাড়ি  কলকাতার নাগেরবাজারে।অপর জনের নাম অর্চনা দাস তাঁর বাড়িও নাগেরবাজারেই।পুলিশ সূত্রে জানা গিয়েছে আহতদের নাম হলো,অতনু দাস,তাপস দাস,প্রিয়া দাস ও বিকাশ সিনহা।

এদিন কলকাতা থেকে এস টি কে কে রোড ধরে জামালপুর যাচ্ছিল একটি চার চাকার গাড়ি।সমুদ্রগড় নশরতপুর এর কাছে এসে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা মারে।ধাক্কায় গাড়িটি দুমড়ে মুচড়ে যায়।ঘটনাস্থলে মৃত্যু হয় চম্পা সিনহার। মারাত্মকভাবে জখম হন অর্চনা দাস।হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানায় দুজনকেই।

আরও পড়ুনঃ পথ দুর্ঘটনায় মৃত সিভিক ভলেন্টিয়ার

আহতদের মধ্যে দু’জনের অবস্থা এখনো সঙ্কটজনক। জানা গিয়েছে যে এদের আদি বাড়ি পূর্বস্থলীতে।রবিবার সাত সকালে সকলে মিলে ভোট দিয়ে জামালপুর বাবা বুড়োরাজের মন্দিরে পুজো দেবেন বলে বাড়ি থেকে রওনা হয়েছিলেন ওই পরিবারের সদস্যরা ও আত্মীয়-স্বজন।

কালনা ও ধাত্রীগ্রাম পেরিয়ে সমুদ্রগড় নশরতপুর এ ঢুকতেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ঘটে এই দুর্ঘটনা।এই ঘটনাকে কেন্দ্র করে সাময়িকভাবে রাস্তায় ব্যাপক যানজট তৈরি হয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here