অসমে একাধিক পণ্যবাহী ট্রাকে বিচ্ছিনতাবাদী গোষ্ঠীর বন্দুক হামলা, মৃত ৫, আহত ১

0
66

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ

অসমে বিচ্ছিনতাবাদী গোষ্ঠীর হামলায় প্রাণ হারিয়েছেন ৫ জন ও আহত হয়েছেন ১ জন। অসমের ডিমা-হাসো জেলায় গতকাল রাতে কয়লাবাহী সাতটি ট্রাকে বন্দুক নিয়ে হামলা চালায় তারা, নির্বিচারে গুলি চালানো হয় ট্রাকগুলিতে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা তোলা আদায় করতে না পেরে হামলা চালানো হয়েছে ট্রাকগুলির ওপর।

Assam police
সৌজন্যেঃ এনডিটিভি

এই ঘটনায় ডিমা-হাসো জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রথমে বিচ্ছিনতাবাদী দলটি ট্রাকগুলির উপর গুলি চালাতে শুরু করে এবং পরে ট্রাকগুলিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঘটনায় মারা গিয়েছেন ৫ জন, আহত ১ জন। আক্রান্তরা সকলেই ট্রাক চালক বা খালাশি। এই হামলার খবর পেয়ে সেখানে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ঘটনার নেপথ্যে রয়েছে ডিমাসা ন্যাশনাল লিবারেশন আর্মির সদস্যরা।

আরও পড়ুনঃ দেশের প্রথম মহিলা প্রধান বিচারপতি পাওয়ার পথে অগ্রগতি, কলেজিয়ামের তালিকায় সম্মতি রাষ্ট্রপতির

ডিমাসা অসমের এক জনজাতি গোষ্ঠী। ২০১৯ সালে এই জনজাতির বেশ কয়েকজন মিলে তৈরি করেন ‘ডিমাসা ন্যাশনাল লিবারেশন আর্মি’। এটি একটি বিচ্ছিনতাবাদী সংগঠন। ডিমাসা শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে তাদের লড়াই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here