নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
পশ্চিমবঙ্গ আদিবাসী ও লোক শিল্পী সংঘ, পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ, ভারতীয় গণনাট্য সংঘ, পশ্চিমবঙ্গ সামাজিক ন্যায় মঞ্চ ও পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চ-সহ মোট পাঁচটি গণ সংগঠনের ডাকে শুক্রবার ফালাকাটা বেসিক স্কুল প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সংগঠিত হয়।
সমাজের পিছিয়ে পরা অংশের আদিবাসী, দলিত, অ-আদিবাসী লোকশিল্পীদের প্রতি রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সীমাহীন বঞ্চনা এবং দেশের কৃষকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার প্রতিবাদে, সর্বস্তরের শিল্পীদের ন্যায্য দাবি আদায় ও অধিকার রক্ষার্থে এই সমাবেশ ও অনুষ্ঠানের আয়োজন বলে জানান সংগঠনের পক্ষ থেকে ক্ষিতিশ চন্দ্র রায়।
আরও পড়ুনঃ তাসের ঘরের মত তৃণমূলকে ভাঙবো, কংগ্রেসে যোগ দিয়ে হুঁশিয়ারি মোশারফের
এদিনের কর্মসূচি থেকে সর্বস্তরের লোক শিল্পী, যাত্রা শিল্পী,নাট্য শিল্পীদের ভাতা প্রদানের কার্ড বানানো, দ্রব্যমূল্য বৃদ্ধি হারে প্রাপ্য ভাতা বৃদ্ধি করা, বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান এবং নতুন তিনটি কৃষি আইন বাতিলে দাবিতে পাঁচটি গণ সংগঠনের শিল্পীদের নিয়ে এদিনের বিক্ষোভ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয় বলেই জানান তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584