গঙ্গারামপুরে ডাকাতির আগেই পুলিশের জালে ৫

0
91

নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ দিনাজপুরঃ

শহর এলাকায় ডাকাতি করার আগেই পাঁচ দুষ্কৃতীকে হাতে নাতে ধরল পুলিশ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার ৮নম্বর ওয়ার্ডের কলেজ মোর এলাকায়। ধৃতদের কাছে থেকে একটি আগ্নেয়াস্ত্র ,এক রাউন্ড গুলি সহ ডাকাতি করার অন্যান্য সামগ্রী পাওয়া গেছে ।

police arrest | newsfront.co
ধৃত ৷ নিজস্ব চিত্র

পুলিশ সূত্রে খবর, বুধবার রাত্রি ১১টা নাগাদ গঙ্গারামপুর থানার ৮নম্বর ওয়ার্ডের কলেজ মোড় এলাকার শ্মশান ঘাটে বেশ কয়েকজন দুষ্কৃতী এক সঙ্গে একত্রিত হয় ডাকাতি করার উদ্দেশ্যে ৷ গোপন সূত্রে এমন খবর পেতেই গঙ্গারামপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে ৷

arms recover | newsfront.co
উদ্ধারকৃত সরঞ্জাম ৷ নিজস্ব চিত্র
accused | newsfront.co
নিজস্ব চিত্র

ধৃতদের নাম বেলাল মিয়া (২৭),সঞ্জয় সরকার (২৬),বর্সান রায় (২২),সুনীল ধর (৫৫),মঙ্গল মণ্ডল (৩৪) ৷ এদের বাড়ি গঙ্গারামপুর থানার বিভিন্ন এলাকায়। তাদের কাছে থেকে একটি আগ্নেয়াস্ত্র ,এক রাউন্ড গুলি,একটি রামদা,শাবল,দড়ি সহ বেশ কিছু সরঞ্জাম পাওয়া যায়।বৃহস্পতিবার ধৃতদের সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে মহকুমা আদালতে পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ।

আরও পড়ুনঃ ফি বৃদ্ধির প্রতিবাদে মহিষাদলে রাজ্য সড়ক অবরোধ পড়ুয়াদের

এবিষয়ে গঙ্গারামপুর থানার আইসি পূর্ণেন্দু কুমার কুন্ডু জানিয়েছেন,গোপন সূত্রে খবর পেয়েই ডাকাতি করার উদ্দেশ্যে আসা পাঁচ দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়। নির্দিষ্ট ধারা দিয়ে ধৃতদের সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে মহকুমা আদালতে পাঠানো হয়েছে।ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here