কালিয়াগঞ্জের পাঁচ অভিযাত্রীর লামখাগা পর্বতশৃঙ্গ জয়

0
74

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জঃ

সোমবার রাতে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ রেলস্টেশনে কালিয়াগঞ্জের পাঁচ ছেলে গারওয়ালের ভারত-তিব্বত সীমান্তের ১৭৭৮২ ফুট উচ্চতার লামখাগা পর্বত শৃঙ্গ জয় করে ফিরে এলে কালিয়াগঞ্জের মানুষ তাদের রেলস্টেশনে বিপুলভাবে সম্বর্ধনা জানায়।কালিয়াগঞ্জের টাচ ডি হিমালয়েস পর্বতারোহণ সংস্থার দলনেতা সন্দীপ ভট্টাচার্য্য এক সাক্ষাৎকারে জানান তাঁদের পাঁচ জনের এই পর্বত অভিযাত্রী দলটি গত ১৮ই সেপ্টেম্বর কাকিয়াগঞ্জ থেকে রওনা হয়ে ২১সে সেপ্টেম্বর হিমাচল প্রদেশের ভারত-তিব্বত সীমান্তের চিৎকুলে গিয়ে পৌঁছালে তাদের প্ৰকৃত পর্বত অভিযান শুরু হয়।

অভিযাত্রীদের সংবর্ধনা।নিজস্ব চিত্র

ব্যাপক প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে তাদের অভিষ্ট লক্ষে ২৫সে সেপ্টেম্বর পৌঁছানোর কথা থাকলেও তা সম্ভব হয়নি।দুর্গম পথ অতিক্রম করতে তাদের আরো দুদিন সময় বেশি লাগার ফলে ২৭ ‘শে সেপ্টেম্বর অত্যন্ত দুর্যোগপূর্ন আবহাওয়ার মধ্যেই লামখাগা পর্বত শৃঙ্গে গিয়ে পাঁচজন ভারতের জাতীয় পতাকা তুলে ধরলে অসহ্য কষ্টের মধ্যেও আনন্দের বন্যা বয়ে যায় বলে জানান দলনেতা সন্দীপ ভট্টাচার্য্য।তিনি বলেন তাদের দলের অন্যান্য সদস্যরা হলেন অরিজিৎ দে, কুনাল চৌধরী,প্ৰদুৎ বিশ্বাস ও ত্র্যম্বক চক্রবর্তী।কালিয়াগঞ্জের সিনিয়ার পর্বতারোহী সান্তনু দেবগুপ্ত বলেন কালিয়াগঞ্জ শহর বর্তমানে নাটকের ক্ষেত্রে যেমন সারা রাজ্যে একটা স্থান করে নিয়েছে,ঠিক একই রকমভাবে পর্বত অভিযানের ক্ষেত্রেও এই শহরের যুবকেরা উত্তর দিনাজপুর জেলার মধ্যে একটা জায়গা করে নিয়েছে যা অত্যন্ত গর্বের ব্যাপার। সান্তনু দেবগুপ্ত বলেন আমরা চাই আমাদের ছেলেরা আমাদের দেশের হয়ে উল্লেখ্যযোগ্য ভূমিকা পালন করে দেখাক।

আরও পড়ুনঃ কন্যাশ্রী মিনি ম্যারাথনে অংশগ্রহণ করল কয়েক হাজার ছাত্রী

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here