পারমাণবিক অস্ত্র-ক্ষেপণাস্ত্র প্রযুক্তি চুরিতে আটক পাঁচ পাকিস্তানি ব্যবসায়ী

0
54

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

মার্কিন পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল পাকিস্তানের পাঁচ ব্যবসায়ী। রাওয়ালপিণ্ডির একটি সংস্থা ‘বিজনেস ওয়ার্ল্ড’-নামে ওই সংস্থার পাঁচ কর্তাকে আমেরিকা গ্রেফতার করার পর কূটনৈতিক মহলে ছড়িয়ছে তীব্র চাঞ্চল্য। এর আগেও পাকিস্তানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি চুরির অভিযোগ উঠেছিল।

pakistan merchants caught to stolen nuclear and missile | newsfront.co
প্রতীকী চিত্র। সৌজন্যঃ ইকোনমিক টাইমস

মার্কিন বিচার বিভাগের মতে, এই পাঁচ জন কানাডা, হংকং ও ইংল্যান্ডে থাকেন। একটি জাতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক একটি চক্রের মাধ্যমে তারা পাকিস্তান অ্যাটমিক এনার্জি কমিশন (পিএইসি)-কে বিভিন্ন দেশ থেকে প্রযুক্তি সরবরাহ করে।

আমেরিকার জাতীয় নিরাপত্তা সংক্রান্ত অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল জন সি ডেমার্স একটি বিবৃতিতে জানিয়েছেন, অভিযুক্তরা আমেরিকার এমন একটি মূল্যবান জিনিস চোরাচালান করেছেন, যা পাকিস্তানের সঙ্গে আমেরিকার অস্ত্র চুক্তির পক্ষে বিপজ্জনক।

আরও পড়ুনঃ মুর্শিদাবাদ পুলিশের তরফে জাতীয় নিরাপত্তা সপ্তাহ পালন

সুত্রের খবর, ধৃত পাঁচ জনের নাম কামরান ওয়ালি (৪১), মহম্মদ এহসান ওয়ালি (৪৮) হাজি ওয়ালি মহম্মদ শেখ (৮২) আশরফ খান মহম্মদ এবং আহমেদ ওয়াহিদ (৫২)।

এদের মধ্যে কামরান পাকিস্তানের বাসিন্দা। এহসান ও হাজি কানাডায় থাকেন। আশরফ হংকং এবং ওয়াহিদ ইংল্যান্ডে থাকেন। তবে জন্মসূত্রে সবাই পাকিস্তানি। তাঁদের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল এমার্জেন্সি ইকনমিক পাওয়ার অ্যাক্ট আইনে ষড়যন্ত্রের ধারায় মামলা দায়ের হয়েছে।

এই ঘটনার ফলে ভারত-সহ পাকিস্তানের সব প্রতিবেশী দেশেই উদ্বেগ বেড়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here